#1. ম্যাজিস্ট্রেট কোন ধারার বিধান মোতাবেক নিজেই মামলা তদন্ত করতে পারেন ?

#2. ঢ,ণ কে হত্যার উদ্দেশ্যে তার প্রতি গুলি ছোড়ে, গুলি লক্ষ ভ্রষ্ট হয়। এই ক্ষেত্রে ঢ এর অপরাধ কি হইবে ?

#3. ৩য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপীল হবে।

#4. কোন ব্যক্তি যদি রাজপথের সূর্যাস্ত ও সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে দস্যূতা অপরাধে লিপ্ত হয় তার সর্বোচ্চ শাস্তির মেয়াদ কত দিনের?

#5. খ একজন পুলিশ কর্মকর্তা। আদালতের নির্দেশে ক কে আইনানুগভাবে গ্রেফতার করে। এতে ক প্রচন্ডভাবে উত্তেজিত হয়ে খ কে হত্যা করে। ক পেনাল কোডের কোন ধারার শাস্তিযোগ্য অপরাধ করেছে ?

#6. একটি সম্পত্তির নিলাম বিক্রয়ের কার্যক্রমে একজন এডভোকেট কোন পক্ষকে প্রতিনিধিত্ব করলে তিনি-

#7. প্রতিটি দস্যূতায় রয়েছে-

#8. ‘এ’ ‘বি’ এর বরাবর একটি বিল পৃষ্ঠাঙ্গণ করে ‘বি’ অস্বীকার করে যে ‘এ’ এর পৃষ্ঠাঙ্গন করার ক্ষমতা ছিল। এক্ষেত্রে আইনগত বাধা।

#9. ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত শেষ না করতে পারলে, পুলিশ আটককৃত ব্যক্তিকে কি করবে?

#10. দেওয়ানী মোকদ্দমায় তামাদির মেয়াদ সম্পর্কে তামাদি আইনের তফসিলে কোন বিধান না থাকলে মামলঅ দায়েরের তামাদিকাল কত হইবে?

#11. ‘ক’ এর দোকানে ‘খ’ ক্যাশ কাউন্টারের দায়িত্বে নিয়োজিত থাকাবস্থায় ৫০,০০০ টাকা সরিয়ে ফেলে। ‘খ’ পেনাল কোড এর কোন ধারার অপরাধ করেছে?

#12. ক্রোককৃত সম্পত্তি পুনরুদ্ধারের বা প্রত্যর্পনের আবেদন অগ্রাহ্য হলে তার বিরুদ্ধে আপীল কত ধারা অনুযায়ী করতে হবে ?

#13. ফরিয়াদী না থাকলে ম্যাজিস্ট্রেট মামলা যে কোন পর্যায়ে কারণ লিপিবদ্ধ করিয়া খালাস বা রায় ঘোষণা না করিয়াই মামলার কার্যক্রম বন্ধ করিতে পারেন”-উক্ত বিধান কোন ধারায় আছে ?

#14. ডিক্রি কার্যকর করতে বাধা প্রদানের শাস্তি কি ?

#15. যুগ্ন দায়রা জজ ৭ বছরের কারাদন্ড আরোপ করলে দন্ডাদেশের বিরুদ্ধে কোন আদালতে আপীল করতে হবে?

#16. মারামারি উপাদান কয়টি?

#17. ভ‚য়া দলিলের রেজিস্ট্রি না হলে উক্ত দলিলটির বাদীর উপর বাধ্যকর নয় মর্মে ঘোষণার জন্য বাদী কোন মোকদ্দমা দায়ের করিবেন?

#18. ণ এর যে রাস্তায় চলাচলের অধিকার আছে সে পথে ঢ বিঘœ সৃষ্টি করে। এতে ণ এর চলাচলের অধিকার আছে বাধাগ্রস্থ হয়। ঢ এর কৃত অপরাধ হলো-

#19. বাংলাদেশ বার কাউন্সিল এর সদস্যের মধ্যে কতজন সমগ্র বাংলাদেশের আইনজীবীদের ভোটে নির্বাচিত হবেন?

#20. বাংলাদেশ বার কাউন্সিল নিয়ন্ত্রিত হয় কার দ্বারা?

#21. সরকারী সম্পত্তি সুখাধিকার অর্জনের জন্য কত সময়ে অব্যাহত ও শান্তিপূর্ন ভোগ করা প্রয়োজন?

#22. একজন দায়রা জজ আসামীকে বিচারে খালাস প্রদান করেন। উক্ত রায়ের বিরুদ্ধে দায়েরকৃত আপীল বিচারাধীন আসামী মারা যায়। সেক্ষেত্রে আপীলটির ফলাফল কি হবে?

#23. রিভিশন মামলায় একটি ডিক্রী হাইকোর্ট বিভাগে বহাল হলে তা জারীর জন্য কোন আদালতে দরখাস্ত করতে হয় ?

#24. বার এসোসিয়েশন কার দ্বারা নিয়ন্ত্রিত হয় ?

#25. ফৌজদারী কার্যবিধি অনুসারে কোন ব্যক্তি সদাচরণের মুচলেকা দেয়ার আদেশ দিতে পারেন-

#26. একজন এডভোকেটকে আইন পেশা হইতে বহিষ্কারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল করা যায় কাহার নিকট?

#27. কোন আদালতের বিচার্য কার্যে সাক্ষ্য আইন, ১৮৭২ প্রযোজ্য নয়?

#28. একটি মামলায় প্রতারণামূলক দলিল সৃজনের অভিযোগ করা হলে উক্ত মামলায় তামাদির মেয়াদ গণণা শুরু হবে বাদীর-

#29. প্রতিপক্ষ কর্তৃক জেরাকৃত একজন সাক্ষীর জন্য একই বিষয় এবং পক্ষদ্বয়ের মধ্যে পরবর্তী যে কোন বিচারিক কার্যক্রমে প্রাসঙ্গিক হবে, যখন উক্ত সাক্ষী হন-

#30. আদালত কখন মোকদ্দমার কোন পক্ষকে সংযুক্ত করতে বা বাদ দিতে পারে ?

#31. না-রাজীর আবেদন নামঞ্জুর হলে প্রতিকার কী ?

#32. কখন আদালত অভিযোগ পরিবর্তন করতে পারে?

#33. অভিযোগ গঠনের আগে পাবলিক প্রসিকিউটর মামলা প্রত্যাহার করলে আসামীকে-

#34. প্রত্যাখিত আরজি কিভাবে পুনরুজ্জীবিত করা যায়?

#35. ‘ক’ এর প্ররোচনায় ‘খ’ খুন করার উদ্দেশ্যে ‘গ’ কে ছুরিকাঘত করে। ‘গ’ চিকিৎসান্তে সুস্থ হয়ে ওঠে। ‘ক’ কোন অপরাধ করেছে?

#36. অ একটি কুঠার নিয়ে কাজ করছে। কুঠারটির মাথা উঠে যায় এবং কাছে দন্ডায়মান এক ব্যক্তিকে নিহত করে। এখানে অ এর অপরাধ-

#37. সিভিল প্রসিডিউর কোডের ১৪৪ ধারার অধীন প্রত্যর্পন বিষয়ে কোন সিদ্ধান্ত হলে সেটি হবে একটি-

#38. তমাল রাস্তায় ১টি মানিব্যাগ কুড়িয়ে পায়। এতে বেশ কিছু টাকা ছিল এবং মালিকের ভিজিটিং কার্ড ছিল। তমাল টাকাগুলো আত্মসাৎ করে। তামালের অপরাধ হবে-

#39. কোন ক্ষেত্রে চুরির অপরাধ সম্ভব নয় ?

#40. ডাইং ডিক্লারেশন কি ধরণের ঘোষণা ?

#41. ঢ ণ এর চোখে এমনভাবে আঘাত করে যার ফলে ণ অন্ধ হয়ে যায়, এই ক্ষেত্রে ঢ এর অপরাধ হবে-

#42. সি এনজি চালক এ প্যাসেঞ্জার বি এর সহিত ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হয়ে এ বি কে স্বজোরে ধাক্কা দেয় এবং বি মাটিতে পড়ে গিয়ে মারা যায়। এর দন্ড হবে-

#43. ‘জ’ মিথ্যা কুৎসা রটনায় ভয় দেখিয়ে “ঝ” কে ১ লক্ষ টাকা দিতে বাধ্য করে। “জ” কোন অপরাধ করেছে?

#44. খুন বলে গণ্য হবে যদি-

#45. মালিকের অনুমতি নিয়ে ‘ক’ একটি বাড়িতে অবস্থানকালে বাড়ির মালিকানা দাবি করে। এক্ষেত্রে আইনগত বাধাকে কি বলে?

#46. ‘ক’ গত ৩০ বছর যাবত জীবিত আছে বলে কোন খবর নাই। ‘খ’ দাবি করে যে ‘ক’ জীবিত আছে। ‘ক’ যে জীবিত আছে তা প্রমাণের দায়িত্ব-

#47. ‘চ’ সহ পাঁচ ব্যক্তি ‘ছ’কে হত্যা করার পরিকল্পনা করে। পরিকল্পিত দিন, তারিখ ও সময়ে তারা সকলে মিলে ‘ছ’ কে হত্যা করে। ‘চ’ সহ উক্ত ব্যক্তির বিরুদ্ধে পেনাল কোডের ৩০২ ধারার সাথে কোন ধারাটি প্রাসঙ্গিক ?

#48. মোকাদ্দমার শুনানী সমাপ্ত হওয়ার পর কতদিনের মধ্যে আদালত প্রকাশ্যে রায় ঘোষণা করবে?

#49. পুলিশ ডায়েরী কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় ?

#50. অসদাচরণের জন্য আইনজীবীকে একজন আইনজীবীকে কে শাস্তি প্রদান করতে পারে?

Finish

Results

-