Model Test -04

#1. একজন ১ম শ্রেনীর ম্যাজিস্ট্রেট প্রদত্ত অপযাপ্ত দন্ডাদেশ পিপি /রাস্ট্রপক্ষ দন্ড বৃদ্ধির জন্য কোথায় আপিল করবে ?

#2. প্লিডিংসের ক্ষেত্রে প্রথম নীতি হল প্লিডিংসে উল্লেখ থাকবে-

#3. দেওয়ানী মামলায় তামাদির বিষয়টি -

#4. নাবালকের নামে কে মোকদ্দমা দায়ের করতে পারে ?

#5. ক একটি জমির জিম্মাদার এবং উক্ত জমি ৭ বছরের জন্য ইজারা দেয়ার অধিকার তার আছে । খ এর সাথে সে উক্ত জমি ৭ বছরের জন্য ইজারা প্রদানের চুক্তি করল কিন্তু সেই সাথে এই সময়কাল শেষে ইজারার মেয়াদ বর্ধিত করার অংগীকার ও করে -

#6. আরজি সংশোধনের দরখাস্ত না মজ্ঞুর হল , প্রতিকার কি ?

#7. এডভোকেটের বিরুদ্ধে াভিযোগ প্রাপ্তির কত দিনের মধ্যে শুনানীর দিন ধায্য করা যাবে না ?

#8. রাস্ট্র র্নিবাহী বিভাগ হতে বিচার বিভাগকে পৃথক করবে এটা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে ?

#9. ব্রিটিশ ভারতে প্রথম ফৌজদারী কাযবিধি প্রনীত হয় ?

#10. জেলা জজের আপিল এখতিয়ার বলে প্রচারিত ডিক্রীর বিরুদ্ধে প্রতিকার কি ?

#11. জেলা জজ নিমোক্ত কোন আদেশের বিরুদ্ধে রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারে ?

#12. অর্ন্তবর্তী কালীন নিষেধাজ্ঞা বা অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে আদালত সর্বচ্চো কত টাকা ক্ষতিপরনের আদেশ দিতে পারে ?

#13. বার কাউন্সিলের প্রত্যেক ভােটারের ভােট দিতে হয় -

#14. দুইটি পৃথক মামলায় ভিন্ন দুইজন বাদী একই বিবাদীর বিরুদ্ধে একটি সম্পত্তির ব্যাপারে একই স্বত্ব দাবী করলে নিম্মের কোন কার্ক্রম সঠিক হবে ?

#15. X ১০ শতক জমিতে তার স্বত্ব ঘোষনার জন্য মামলা করে । সে অভিযোগ করে যে Y তঞ্চকতার দ্বারা অলিখিত স্টাস্প কাগজে তার সহি নেয় । এবং পরবর্তীতে Y ঐ ১০ শতক জমির একটি বিক্রয় দলিল তৈরী করে এবং তাকে (X) ১০ শতকের মধ্যে ৫ শতক হতে বেদখল করে । X- কে তার প্রার্থিত প্রতিকার দেয়া যেতে পারে কি না ?

#16. বাদীর অনুপস্থিতের জন্য মোকদ্দমা খারিজ রদ বা বিবাদীর অনুপস্থিতের জন্য এক তরফা ডিক্রী রদ করা যায় -

#17. কোন জামিন অযোগ্য অপরাদের ক্ষেত্রে জামিন মজ্ঞুর করা হয় না ?

#18. মামলা দায়েরের জন্য একজন নাবালক নির্ধারিত তামদির অতিরিক্ত সময় পায় কত দিন ?

#19. ক , খ এর সম্মতি ছাড়া নিদিষ্ট পরিমান অর্থ প্রদানের জন্য লেখা প্রমিসরি নোট নিয়ে যায় । ক এর অপরাধ কি ?

#20. একতরফা শুনানীকৃত আপিল পুনঃশুনানির জন্য তামদির বিধান কত অনুচ্ছেদে ?

#21. কতজন সদস্য নিয়ে বার কাউন্সিলের কোরাম হয় ?

#22. আরজি খারিজের বিরুদ্ধে প্রতিকার কি?

#23. ১লা জুলাই,২০০৪ সালের একটি রেজিস্ট্রিকৃত চুক্তির অনুবলে সুনিদিষ্টভাবে চুক্তিবলবতের জন্য মামলা করার েক্ষেত্রে বাদীকে আরজির সাথে দেয়ার প্রয়োজন ছিল-

#24. ২৫,০০,০০০/ টাকা আদায়ের মামলা কোন আদাণতে করবেন ?

#25. মোকদ্দমা দায়েরে তামাদী মেয়াদ উত্তীন হয়েছে ০১-০১-২০২০ । কিন্তু ৩০ শে ডিসেম্বর ২০১৯ হতে ০৫ জানুয়ারী ২০২০ পর্যন্ত আদালত বন্ধ ছিল । এই ক্ষেত্রে মোকদ্দমা দায়ের করকত হবে-

#26. তামাদী আইন কবে থেকে বলবত হয় ?

#27. An appellate Court shall have power to take additional evidence or require such evidence to be taken -The Code of Civil Procedure ,1908 এর কোন ধারার বিধান মতে -

#28. মামলা এবেটমেন্ট আদেশ সরাসরি বাতিলের জন্য একজন দরখাসকারীর বিরুদ্ধে সবোচ্চ কত টাকা দেওয়ার আদেশ দিতে পারে ?

#29. K তার একখন্ড জমি ৮ লক্ষ টাকায় L এর নিকট বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয় । L চুক্তিমুলে ঐ জমির দখল পায় । পরবর্তীতে K তা ১২ লক্ষ টাকায় M এর নিকট বিক্রী করে দেয় । জমিতে K এর স্বার্থ সম্পর্কে M কোন খোজ খবর নেয় নি । এমতাবস্তায় L,M এর বিরুদ্ধে চুক্তিটি বলবত করতে পারবে কিনা ?

এস আর এ্যক্টের  ২৭(খ) ধারার বিধান মতে চুক্তিটি বরবত করতে পারবে ।

#30. একজন ১ম শ্রেনীর ম্যাজিস্ট্রেট প্রদত্ত রাস্ট্রদ্রেহিতার অপরাধের দন্ডাদেশের বিরুদ্ধে কোথায় আপিল করবে ?

#31. ক একখন্ড জমির মালিক । কিন্তু জরিপ কর্মকর্তা দের ভুলে ঐ জমি খ এর নামে রেকর্ড হয়েছে এবং সে সুযোগে খ ঐ জমি থেকে ক - কে বেদখল করে । ক এর প্রতিকার কি ?

#32. কলেজের অধ্যক্ষ হিসেবে কোন ব্যাক্তির অবস্থান অস্বীকৃতি হলে কি প্রতিকার আছে?

#33. আপিলযোগ্য ডিক্রীর বিরুদ্ধে আপিল দায়েরের পুর্বেই উক্ত ডিক্রী স্থগিতের দরখাস্ত কোন আদালতে দাখিল করা হবে ?

#34. চুরির পর করিমের নিকট চোরাই মালের একটি গাড়ী পাওয়া গেল -

#35. The Code of Criminal Procedure ,1898 এর Section 342 এর বিধান মতে অভিযুক্ত ব্যাক্তির দৃষ্টি দেয়া হয় ?

#36. Power of attornএর দলিলের যথার্থতা কোন ধরনের অনুমান ?

#37. ছানী মোকদ্দমা খারিজ হলে করনীয় কি ?

#38. অথদন্ডের বিরুদ্ধে আপিল চলাকালে আসামী মারা গেলে আপিলটি -

#39. সময় অনুযায়ী সাক্ষী হাজির না হলে আদালত সংক্ষিপ্ত পদ্ধতিতে সবোচাচ কি শাস্তি দিতে পারেন ?

#40. যদি কোন পিতা বা মাতা বা তত্বাবধায়ক কোন শিশুর তত্বাবধায়ক হয়ে উক্ত শিশুকে সম্পুর্রেুপে বর্জন করার উদ্দেশ্যে তাকে কোন স্থানে পরিত্যাগ করে - তাহলে তার সবোচ্চ সাজা হবে ?

#41. সর্বনিম্ম কতজন সদস্য নিয়ে বার কাউন্সিলের কোন মিটিং বা সভার কোরাম হয় ?

#42. আপিল শুনানীর তারিখে কোন পক্ষ প্রথম শুনানী করবে ?

#43. ওয়েভারের ক্ষেত্রে কোনটি সত্য নয় ?

#44. এস আর এ্যাক্ট কি আইন ?

Finish

Results

-

Model test -04 is the easy way to test your MCQ skill. These types of question is easy but difficult to make answer. students are t o advised to read original book . Original book is only the platform to make answer for every questions . Because if it can read out through important section, it is possible to overcome. Above students should get self confidence to overcome in t he upcoming exam . Suppose the import ants section of CPC is 2, 3, 6 9,10,11, 12, 15-20,22-24,26, 27 ,31-39,48 ,51,54,,56,57,59-60, 74,75,79-80 , 88 ,96,97,104,107,114,115,132,144,151-153.