Model Test -02

#1. ডাকাত মৃত্যুর সময় অন্য ডাকাতদের নাম বলে দেয় । সাক্ষ্য আইনে এ বক্তব্য কতটুকু গ্রহনযোগ্য ?

#2. কোন ব্যাক্তির আবেদনে কোন দেওয়ানী বা রাজস্ব বা ফৌজদারী আদালতে ৪৭৬ ধারার অনুসারে নালিশ গ্রহন করিতে অস্বীকার করে তবে সেই ব্যাক্তির প্রতিকার কি ?

#3. খ কে প্রহার করিয়া হত্যার জন্য ক অভিযুক্ত হইয়াছে । এ ক্ষেত্রে নিম্মের বিষয়টি প্রাসাংগিক তাহা হইল-

#4. ক একটি বিনিময় বিলে তার নিজের নামে স্বাক্ষর করে এই অভিপ্রায়ে যে উক্ত একই নামে বিলটি অন্য কোন ব্যাক্তি কর্তক তুলেছে । এ ক্ষেত্রে ক -

#5. বাংলাদেশের সকল আইনজীবিগনের উপর নিরীক্ষন করার অধিকার রাখেন -

#6. এ একজন মায়ানমারের নাগরিক । সে চট্রগ্রামে বসবাস করে । সে ঢাকাতে একটি হত্যাকান্ড করার জন্য বি কে প্ররোচিত করে । এ এর অপরাধ-

#7. কাইন্টার ক্লেইম করলে দাবী শোধের পর অতিরিক্ত টাকার জন্য কোন ধরনের কোট ফিদিতে হয় ?

#8. আপিলযোগ্য নহে এমন ডিক্রী সহকারী জজ প্রচার করলে রিভিশন হবে -

#9. একজন যুগ্ম জেলা জজ কতৃক প্রচারিত আপিল অযোগ্য আদেশের বিরুদ্ধে সাধারনতঃ রিভিশন দায়ের করা যায় -

#10. নষ্ট চরিত্রের সাক্ষ্য হিসেবেব কোনটি প্রাসাংসিক ?

#11. উবারের গাড়ীতে ভ্রমনের সময় ক গাড়িতে একটি ল্যাপটপ রেখে নেমে যায় । পরবর্তীতে ক ল্যাপটপটি দাবী করলে গাড়ীর ড্রাইভার বিষয় টি অস্বীকার করে । পরবর্ততে পুলিশের মাধ্যমে উক্ত ল্যাপটপ টি উদ্ধার করা হয় ।এ ক্ষেত্রে ক এর অপরাধ হল -

#12. ক ১০০ মন গম খ এর নকট বিক্রয় করিবার চুক্তি করে । কোন কারন ব্যাতিরেকে উক্ত গম খ কে সরবরাহ করা হয় নাই । খ এর প্রতিকার কি ?

#13. কোন অপরাধগুলি আদালতের অনুমতি সাপেক্ষে আপোষ-নিষ্পত্তিযোগ্য নহে ।

#14. কম মুল্যমানের স্টাম্পের আরজি লেখার কারনে অঅদালত আরজিটি খারিজ বা প্রত্যাখান করেন। বাদীপক্ষ আরজি খারিজের বিরুদ্ধে আপিল করে নাই। এক্ষেত্রে বাদীপক্ষ অন্য কি প্রতিকার পাইতে পারে ? ।

#15. ডিক্রীজারির জন্য বার বছর পর আবেদন করিলেও গৃহীত হবে যদি -

#16. বিচরিক ম্যাজিস্ট্রেট হচ্ছেন-

#17. এ একটি প্রতিষ্ঠানের নিকট দেনাগ্রস্থ । বি সি ও ডি সেই প্রতিষ্ঠানের অংশীদার । যাহাদের মধ্যে বি ও সি উম্মাদ । বি ও সি এর সম্মতি ছাড়াই ডি অ কে দায় মুক্ত করিতে পারে। এক্ষেত্রে কাহাদের বিরুদ্ধে তামাদী মেয়াদ শুরু হবে।

#18. ক তাহার এক খন্ড জমি খ এর নিকট বাৎসরিক ১ লক্ষ টাকায় ২০১০ সালে ভাড়া প্রদান করে । ২০১২ সালের ভাড়া বাকী। ২০১৫ সালের ৩১ শে ডিসেম্বর চুক্তির সমাপ্তি ঘটে ।এই ক্ষেত্রে ইক্ত বকেয়া ভাড়া আদায়ের মামলার তামাদি শুরু হবে -

#19. ক কোন একটি নদীতে নৌকায় উপবিষ্ট আছে । ক ইচ্ছাকৃত ভাবে নোংগর খলিয়া দিয়া নৌকাটিকে স্রোতের অনুকুলে ভাসাইয়া দেয় । এ ক্ষেত্রে ক যে অপরাধ করিয়াছে তাহা-

#20. ম একটি রোগে ভুগছে যে এক আঘাতে তার মৃত্যু হওযার সম্ভাবনা আছে । প এই কথা না জেনে ম কে দৈহিক জথম করার অভিপ্রায়ে এমন আঘাত করে যে যা একজন সুস্থ ব্যাক্তির মৃত্যু ঘটাতে পারে ।উক্ত আঘাতের ফলে ম মারা যায় । প এর অপরাধ কি?

#21. কোন আইনজীবির বিরুদ্ধে কোন অভিযোগ দাখিল করিলে উক্ত অভিযোগের সহিত কি থাকিতে হইবে?

#22. খবিরকে হত্যার দয়ে অভিযুক্ত কামাল দাবী করেন যে আত্মরক্ষার্থে সে এ কাজ করেছেন । এক্ষেত্রে প্রমানের দায়িত্ব কার।?

#23. ক একটি স্বত্বের মামলা দায়েরের জন্য যকন অধিকারী হয় তখন সে পাগল ছিল । ঐ সময়ের ৬ বছর পর সে মারা যায় । ক এর উত্তরাধিকারী সেই মামলা দায়েরের জন্য কত সময় পাবে?

#24. আপিলযোগ্য ডিক্রীর বিরুদ্ধে আপিল দায়েরের পুর্বেই উক্ত ডিক্রী স্থগিতের দরখাস্ত কোন আদালতে দাখিল করা যাবে ?

#25. ক খ এর স্ত্রীর বন্ধু খ এর স্ত্রী খ কে না জানাইয়া একটি হিরের আংটি ক কে উপহার দেয় যাহা খ কে না জানাইয়া দিতে পারে না মমে ক জ্ঞাত আছে । কিন্তু ক তদস্বত্বেও উপহারটি গ্রহন করে । ক অপরাধী হইবে -

#26. ৩ জন ব্যাক্তি এক িবাড়তে চুরি করিতে যাইয়া বাড়ীর মালিককে মৃত্যুর ভয় দেখায় । এক্ষেত্রে ঐ ব্যাক্তিরা কি অপরাধ করল ?

#27. আরজি খারিজের দরখাস্ত না মজ্ঞুর হলে প্রতিকার কি ?

#28. প্রেসক্রিপশনের অধিকার কোন ক্ষেত্রে দাবী করা যায় ?

#29. ম্যাজিস্ট্রেট কতৃক জামিন না মজ্ঞুরের বিরুদ্ধে কোন আদালতে জমিন আবেদন করা যাবে ?

#30. সম্পত্তি পার্টিশনের জন্য ডিক্রী হলে কে দায়িত্ব প্রাপ্ত হবে ?

#31. বাৎসরিক ফি ইত্যাদি পরিশোধে খেলাফি এডভোকেটের নাম তালিকা হতে বাদ করা হলে তা পুনবহালের আরোপিত জরিমানার টাকা মাপ করতে পারে -

#32. ক প এর চাকর। প ক কে তার রেকারখানা দেখাশুনা করার দায়িত্ব দেয়। সে প এর সম্মতি ছাড়া অসাধুভাবে রেকারটি নিয়ে ভেগে যায়্ । ক এর অপরাধ-

#33. A makes an attempt to pick the pocket of z by thrusting his hand into z's pocket. A fails in the attempt in consequence of z's having nothing in his pocket. এটি দন্ডবিধির কত ধারায় ?

#34. ক খ এর ভুমি সংলগ্ন এক খন্ড জমির মালিক । ক তার জমির মাটি অপসারন করিয়া জমির গভীরতা বাড়াইয়া দেওয়ায় খ এর জমিতে নিমিত বাড়ীটি ভাংগিয়া পড়িল। এই ক্ষেত্রে ক্ষতিপুরনের মামলার জন্য তামাদী গননা শুরু হবে-

#35. একবার দন্ড প্রাপ্ত বা খালাসপ্রাপ্ত আসামীকে পুনঃরায় একই অপরাধে বিচার করা যাবে না -এটি ফৌজদারী কার্য বিধির কোনকোন ধারার বিধান ?

#36. ডাকাতির সময়ে যদি কোন ব্যক্তি খুন হয় তাহলে কে দোষী হইবে।

#37. কিসের মাপকাটিতে মুচলেকা নির্ধারন হয় ?

#38. প্লিডিংস বলিতে কি বুঝায় ?

#39. একই সময় এ বি কে হাত দিয়ে ২ টি আঘাত করিল যা দন্ডবিধির ৩২৩ ধারার অপরাধ এবং লাঠি দিয়ে ২ টি আঘাত করিল যা দন্ডবিধির ৩২৫ ধারার অপরাধ এ ক্ষেত্রে এ এর শাস্তি হবে?

#40. বার কাউন্সিলের ইলেকশন ট্রাইব্যুনালের সদস্য কতজন ?

#41. পক্ষগনের ঐক্যমতের ভিত্তিতে কি বৃদ্ধি করা যায় না ?

#42. ক চ কে খুন করিতে যাইয়া ভুলক্রমে খ কে খুন করিল খ কে খুনে দায়ে ক এর শাস্তি কি হতে পারে ?

#43. বি এর সম্মতি ছাড়া তার দখল হইতে অসাধুভাবে নিয়ে যাবার উদ্দেশ্যে বি এর জমিতে সি একটি গাছ কাটে। এক্ষেত্রে সি সংঘটন করে-

#44. যে পক্ষের অনুরোধে অন্তবতী বা অস্থায়ী নিষেধাজ্ঞা অনুমোদন করা হয় ,পরিশেষে যদি তার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত গ্রহন করা হয়, তাহলে অঅদালত তাকে কত টাকা ক্ষতিপুরন দেওয়ার আদেশ দিতে পারেন।

#45. ইজারাদার কার স্বত্ব অস্বীকার করিতে পারে না ?

#46. প তার পকেটে কুকুরের জন্য একপি টোপ রাখে এবং এর মাধ্যমে ম এর কুকুরকে এটির অনুকরন করিতে প্রলুব্ধ করে।কুকুরটি প কে অনুসরন করিতে থাকে।প এর অপরাধ-

#47. ক খ এর নিকট ৪৭ শতাংশ জমি বিক্রয়ের চুক্তি করার সময় এই তথ্য গোপন করে যে উক্ত জমির উপর দিয়ে সাধারন মানুসের চলাচলের সুখধিকার আছে। উক্ত ক্ষেত্রে খ এর পর্যাপ্ত হতে পারে-

#48. ক ,খ এর বিরুদ্ধে একটি জমি বিক্রয়ের বায়না পত্রের সুনিদিষ্ট বাস্তবায়নের জন্য ঢাকা যুগ্ম জেলা জজের নিকট মোকদ্দমা দায়ের করে। মোকদ্দমাটি ঢাকার অন্য যুগ্ম জেলা জজের নিকট ও দায়ের করা যায় ।খ যদি মোকদ্দমাটি স্থানান্তর করতে চায়, তাহলে খ এর উকিল হিসেবে আপনি কোথায় মোকদ্দমা দায়ের করিবেন।

#49. কোন ম্যাজিষ্ট্রেট ফৌজদরী কার্যবিধির ১৯০ ধারার অপরাধ আমলে নিতে পারেন

#50. করিম একটি সম্পদ ভর্তি বস্তা বহনকারী ঘোড়া দেখিতে পায় । বস্তাটি অসাধুভাবে ভন করিবার উদ্দেশ্য করিম ঘোড়াটিকে একটি বিশেষ দিকে তাড়াইতে থাকে । যে সময় থেকে ঘোড়াটি চলতে আরম্ভ করে করিম সেই মুহুর্তে কি অপরাধ করিয়াছে ?

Finish

Results

-