Model Test -03

#1. X ১০ শতক জমিতে তার স্বত্ব ঘোষনার জন্য মামলা করে । সে অভিযোগ করে যে Y তঞ্চকতার দ্বারা অলিখিত স্টাস্প কাগজে তার সহি নেয় । এবং পরবর্তীতে Y ঐ ১০ শতক জমির একটি বিক্রয় দলিল তৈরী করে এবং তাকে (X) ১০ শতকের মধ্যে ৫ শতক হতে বেদখল করে । X- কে তার প্রার্থিত প্রতিকার দেয়া যেতে পারে কি না ?

#2. মধ্যস্থতার মাধ্যমে মীমাংশা হলে কোট ফি ফেরত দিবে কত দিনের মধ্যে ?

#3. একজন যুগ্ম দায়রা জজ সমন্বয়ে গঠিত স্পেশাল ট্রাইবুনাল কর্তক এর চার বছরের সশ্রম কারাদন্ডের বিরুদ্ধে আপিল করা যারে-

#4. রাষ্ট্রপতি প্রধান মুন্ত্রীর পরামর্শ ব্যাতিত কোন ব্যাক্তিকে নিয়োগ দিতে পারে -

#5. ক জনৈক বাহক । চ তাকে সম্পত্তি স্থলপথে বা জলপথে বহন করে নেওয়ার জন্য দেয় । কিন্তু ক উক্ত সম্পত্তি নিজে অসাধুভাবে আত্মসাৎ করে । এ ক্ষেত্রে ক এর অপরাধ কি -

#6. দেওয়ানী আদালতের ডিক্রী বা আদেশ প্র্রদানের কত সময়ের মধ্যে ডিক্রীজারি মামলা দায়ের করতে হয় ?

#7. K তার একখন্ড জমি ৮ লক্ষ টাকায় L এর নিকট বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয় । L চুক্তিমুলে ঐ জমির দখল পায় । পরবর্তীতে K তা ১২ লক্ষ টাকায় M এর নিকট বিক্রী করে দেয় । জমিতে K এর স্বার্থ সম্পর্কে M কোন খোজ খবর নেয় নি । এমতাবস্তায় L,M এর বিরুদ্ধে চুক্তিটি বলবত করতে পারবে কিনা ?

এস আর এ্যক্টের  ২৭(খ) ধারার বিধান মতে চুক্তিটি বরবত করতে পারবে ।

#8. একটি আদালত খরচার উপর সুদ আরোপ করতে পারে বার্সিক অনধিক -

#9. কখন খালাস আদেশের বিরুদ্ধে অভিযোগকারী নিজেই আপিল করতে পারেন।

#10. অর্থদন্ডের বিরুদ্ধে আপিল চরাকালে আসাম মারা গেলে আপিলটি-

#11. এ রাজপথে বি এর সাক্ষাত পায়, পিস্তল দেখায় ও টাকা দাবী করেন। এর ফলে বি টাকা দিয়ে দেয় । এ এর অপরাধ কি -

#12. আরজির কোন বিষয় সংশোদন করতে হবে কত দিনের মধ্যে ?

#13. যেই মামলা দুই বা ততোধিক আদালতে দায়ে করা যায় তাহা বিবাদী তাহার সুবিধার্থে উহাদের যে কান একটি আদালতে দায়ের করে তবে উক্ত মামলা স্থানান্তরের আবেদন করতে পারে বিবাদী , উহা দেওয়ানী কার্যবিধির কত ধারায় ?

#14. Nothing in this code shall be deemed to limit or affect the inherent power of the High Court Division to make necesary to give affect to any order under this code or to prevent abuse of the process of any Court or otherwise to secure the ends of justice for the Code Code of Criminal Code of Criminal Procesdurew, 1898 এর কত ধারায় ?

#15. Nemo debet bis vexari বাক্যটি নিচের কোনটি বুঝাতে ব্যাবহার হয় ?

#16. ‘সাব জজ’ শব্দটির পরিবর্তে যুগ্ম জেলা জজ শব্দটি ব্যবহার শুরু হয়েছে কোন আইন সংশোধনের মাধ্যমে?

#17. ক, খ কে নিদিষ্ট জমি ভাড়া প্রদান করে এবং খ সেখান থেকে বালি বা নুড়ি পাথর খনন বা উত্তোলন না করা জন্য চুক্তিবদ্ধ হয় । খ কে চুক্তি লংঘনমুলক খনন জাচজ থেকে বিরত রাখার উদ্দেশ্যে ক নিম্মলিখিত কোন মোকদ্দমা দায়ের করতে পারে-

#18. ‘সাব জজ’ শব্দটির পরিবর্তে “যুগ্ম জেলা জজ” শব্দটি ব্যবহার শুরু হয়েছে কত সালে?

#19. একজন হিন্দু ক তার কথিত স্ত্রী খ এবং তার মাকে বিবাদী করে দায়েরকৃত মামলায় তার বিবাহ যথারিতি সম্পন্ন হয়েছে মর্মে ঘোষনা প্রার্থনা করেন এবং তা র দাম্পত্য উদ্ধারে জন্য আবেদন করেন। আদালত উক্তরুপ আদেশ প্রদান করির ্ গ দাবী করিল যে খ তার স্ত্রী এবং এরুপ খ কে উদ্ধার করার জন্য মামলা দায়ের করলো । এই ক্ষেত্রে নিম্ম লিখিত কোন তথ্যটি সঠিক-

#20. কত সালে দেওয়ানী কার্যবিধির ১১৫ নং ধারা সংশোধনক্রমে জেলা জজ কে সিভিল রিভিশনের ক্ষমতা দেওয়া হয়?

#21. ক একজন সরকারী কর্মকর্তা । তার উপর সরকারী অর্থের ভার ন্যস্ত আছে । সে কোন আইনের নির্দেশে বা সরকারের সাথ ব্যক্ত বা অব্যক্ত কোন চুক্তি অনুযায় তার দখলে থাকা সরকারী অর্থ কোন নিদিষ্ট ট্রেজারীতে জমা দিতে বাধ্য। কিন্ত ‍উক্তঅর্থ ট্রেজারীতে জমা না দিয়ে নিজে খরচ করে । এ ক্ষেত্রে ক কি অপরাধ করল-?

#22. কোন বিষয়টির মূল আইন সুনির্দিষ্ট প্রতিকার আইনে কিন্তু পদ্ধতি বর্ণনা করা হয়েছে দেওয়ানী কার্যবিধিতে?

#23. কি তার রুমের চাবি হারিয়ে ফেলেছিল । খ উক্ত চবি দেখতে পায় এবং তা ব্যবহার করে ক এর রুমে প্রবেশ করে ।এ ক্ষেত্রে খ এর অপরাধ হল -

#24. “মুন্সেফ” শব্দটির পরিবর্তে “সহকারী জজ” শব্দটি ব্যবহার শুরু হয়েছে কোন আইন সংশোধনের মাধ্যমে?

#25. ৩ বারের অধিক বার আপিল মুলতুবি করলে আফিল আদালত কত টাকা খরচ প্রদানের আদেশ দিতে পারেন।

#26. ~No--------- shall lie from any order or deree passed in any suite instituted under this sectio ,nor shall any -------- of any order or decree be allowed " The Specific Relief Act ,1877 এর ৯ ধারার বিধান মতে কোনটি সঠিক ?

#27. জি আর মামলায় খালাস আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল না করলে সংবাদদাতার প্রতিকার হচ্ছে-

#28. ক একটি জমির উপরিভাগের মালিক । খ ঐ জমির ভুগর্ভের মালিক । উপরিভাগের তাৎক্ষনিক স্পষ্ট কোন ক্ষতি না করিয়া ভু- গর্ভ হইতে কয়লা খনন ও উত্তোলন করে । কিন্তু অবশেষে জমিটির উপরিভাগ ধ্বসিয়া পড়ে। এক্ষেত্রে ক কর্তক খ এর বিরুদেধ মামলা দায়েরে কখন থেকে তামাদি মেয়াদ গননা হবে ?

#29. কোন কার্যের দ্বারা মৃত্যু ঘটানোর সম্ভাবনা রহিয়াছে জানিয়া ঐ কার্যের সাহায্যে মৃত্যু ঘটাইলে সেটা হবে -

#30. করিমের দখলে এক খন্ড পৈত্রিক জমি ছিল । সে তার প্রতিবেশী দ্বারা জমিটি হতে বেদখল হয় । কিন্তু প্রতিবেশী দাবী করে যে সে করিমের পিতার নিকট হতে খরিদ করেছে। করিমের ভাষ্য অনুযায়ী কবলাটি জাল । করিম খাস দখল উদ্ধার ছাড়াই জমিটিতে স্বত্ব ঘোষনার মামলা করে । মামলাটি রক্ষণীয় কি না ?

#31. ক একখন্ড জমির মালিক । কিন্তু জরিপ কর্মকর্তা দের ভুলে ঐ জমি খ এর নামে রেকর্ড হয়েছে এবং সে সুযোগে খ ঐ জমি থেকে ক - কে বেদখল করে । ক এর প্রতিকার কি ?

#32. ক গ এর পকেট মারে । পকেট মারার পুর্বে সে তার কয়েকটি সংগীকে আশে পাশে মোতায়েন করে । যদি টের পায় যে তার পকেট মারা হচ্ছে, এবং টের পেয়ে যদি সে তা রোধ করতে চায় অথবা যদি সে ক কে আটক করার চেষ্টা করে ,তবে তাকে রাখার ্ উদ্দেশ্যে ক তার সঙগীদের মোতায়েন করে । এক্ষে ক এর অপরাধ কি ?

#33. এস আর এ্যাক্ট কি আইন ?

#34. খ কর্তক পরিশোধযোগ্য অর্তের বিনিময়ে, ক , খ এর সাথে চুক্তি করেছে যে , খ এর জীবদ্দশা পর্যন্ত তাকে বার্সিক আয় বা বৃত্তি দিবেন ্ যেদিন চুক্তি করা হয় তার পরের দিন, খ ঘোড়ার উপর তেকে পড়ে য়ায় এবং মারা যায় । এই ক্ষেত্রে -

#35. এখতিয়ার সম্পন্ন একাধিক আদালত যখন একই আপিল আদালতের অধীন হয় তখন সেই আদালত ২২ ধারা অনুসারে দরখাস্ত ডপশ করতে হয় ইহা কোন ধারার বিধান ?

Finish

Results

-