#21. K তার একখন্ড জমি ৮ লক্ষ টাকায় L এর নিকট বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয় । L চুক্তিমুলে ঐ জমির দখল পায় । পরবর্তীতে K তা ১২ লক্ষ টাকায় M এর নিকট বিক্রী করে দেয় । জমিতে K এর স্বার্থ সম্পর্কে M কোন খোজ খবর নেয় নি । এমতাবস্তায় L,M এর বিরুদ্ধে চুক্তিটি বলবত করতে পারবে কিনা ?
এস আর এ্যক্টের ২৭(খ) ধারার বিধান মতে চুক্তিটি বরবত করতে পারবে ।