The Penal Code

#1. Right of private defense of property extends to causing death has been dealt with

#2. “এ” নামক একজন ম্যাজিস্ট্রেটের নিকট ”বি “ সাক্ষী হিসেবে উপস্থিত হয় । “এ” বলে যে “বি “ এর সাক্ষ্যের একটিও সে বিশ্বাস করে না এবং “বি” সয়ং মিথ্যা সাক্ষী প্রদানকারী । উক্ত বক্তব্য দ্বারা “ বি “ হটাৎ উত্তেজিত হয়ে পড়ে এবং “এ” কে হত্যা করে । “ বি” কি ধরনের অপরাধ করেছে ?

#3. ক থানায় অভিযোগ করে যে তার ভাই খ একটি সাদা কাগজে তার বাবার সহি নকল করেছে । খ কি অপরাধ করেছে ?

#4. Right of private defence of the body extends to causing death has been dealt with

#5. কোন ব্যক্তিকে হত্যা করতে ক ও তার ৪ বন্ধু আলোচনা করে। উক্ত আলোচনা অনুসারে , হত্যা করতে ক ও তার ৩ বন্ধু উপস্থিত থেকে হত্যা করে কিন্তু অপর বন্ধু ঘটনাস্থলে উপস্থিত ছিল না । উক্ত অনুপস্খিত বন্ধু অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তা করেছিল । এক্ষেত্রে নিম্মলিখিত কোনটি সঠিক -

#6. একটি ঝোপের আড়ালে গ রয়েছে এই কথা ক জানে এবং খ জানে না । ক এই কথা জানার পরেও গ এর মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে নিয়ে খ কে ঝোপের দিকে গুলি ছোড়ার জন্য প্ররোচিত করে । গুলি ছোড়ার ফলে গ এর মৃত্যু হয় । ক ও খ এর অপরাধ কি ?

#7. এ রাস্তায় একটি দামী মোবাইল সেট পেল । এ জানত না যে কে ঐ মোবাইল সেটের মালিক । মোবাইল সেটের প্রকৃত মালিককে খুজে বের না করে এ উক্ত মোবাইল সেটটি বিক্রী করে । এ এর অপরাধ কি ?

#8. ক, খ এর সম্মতি ছাড়াই একটি কুকুরকে খ- এর প্রতি ঝাপিয়ে পড়ার জন্যে লেলিয়ে দেয় । ক এর খ এর প্রতি ক্ষতি, বিরক্ত ও ভীতি প্রদর্শন করা ইচ্ছা থাকলে কএর অপরাধ হবে -

#9. ধর্ষনের উপাদান কয়টি ?

#10. কোন ব্যাক্তি খুন করা বা খুন সহকারে দস্যুতা অনুষ্ঠান বা শিশু অপহরন এর উদ্দ্রেশ্য অভ্যাসগতভাবে এক বা একাধিক ব্যিক্তির সাথে মেলা মেশা করে । উক্ত ব্যক্তির অপরাধ কি ?

#11. খ ক এর স্ত্রীকে নিয়ে পালিয়ে যায় । খ দন্ডবিধির কত ধারায় অপরাধ করলো ?

#12. Accident is an exception has been dealt with in -

#13. ক জানে যে খ গকে হত্যা করেছে ।ক খকে শাস্তি হতে বাচানোর জন্য মৃত লাশটি গুম করতে সহায়তা করেছে। ক এর শাস্তি হতে পারে ।

#14. When penal code is enacted ?

#15. Penal Code falls in the category of-

#16. The right of private defense is contained in -

#17. The right of private defense is -

#18. ক, খ এর নিকট জমি বিক্রয় করে । কিছুদিন পর খ এর ক্ষতি করার অভিপ্রায়ে স্বেচ্ছাকৃতভাবে ৩ মাস আগের তারিখ দিয়ে গ এর বরাবর একই জমি বিক্রীর একটি দলিল করে দেয় । ক এর অপরধ কি ?

#19. In which section abetment is stated

#20. ব্যাংকের নোট নকল করার শাস্তি কি ?

#21. How many types of punishment in Penal Code ?

#22. এ উচ্চ বেতনের চাকরি দিয়ে বিদেশ পাঠানোর কথা বলে বি কে ৫ লক্ষ টাকা দিতে প্রলুব্ধ করে। কিন্তু শেষ র্পযন্তএ, বি -কে বিদেশ পাঠায় না এবং টাকা নেয়ার কথা অস্বীকার করে । এ এর শাস্তি কি ? ?

#23. `X' and `Y' go to murder `Z '. `X' stood on guard with a spear in hand but did not hit `Z' at all . `Y' killed `Z' -

#24. “এ” নামক পুলিশের হেফাজাত হতে “বি”,“সি”কে উদ্ধার করতে যেয়ে “এ”কে গুরুতর আঘাত করে । “বি” এর সাজা কত বছর ?

#25. একজন মহিলার সহায়তা থাকলেও অপরাধি হবেন না -

#26. X স্টেডিয়ামে প্রবেশের সময় নিরাপত্তা কর্মী দ্বারা বাধাপ্রাপ্ত হয় । উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয় এবং Y আঘাত প্রাপ্ত হয় । X আঘাত করার অভিযোগে অভিযুক্ত হয় । সে দাবী করে যে Y তাকে প্রথম আঘাত করে এবং সে আত্মরর্ক্ষার জন্য এরুপ আচরন করেছে । এক্ষেত্রে প্রমানের দায়িত্ব কার ।

#27. ক গহনা চুরির জন্য একটি আলমারি ভেংগে দেখলো আরমারিতে কোন গহনা নেই । ক এর উক্ত কাজের জন্য দন্ডবিধির কোন ধারায় শাস্তি দেওয়া যায় ?

Finish

Results

-
  • ধারা-৩৪ : সাধারন অভিপ্রায়।
  • The Penal Code মোতাবেক একই অভিপ্রায় পুরণ কল্পে কতিপয় ব্যক্তি কর্তক সম্পাদিত অপরাধের জন্য প্রত্যেকে এমন ভাবে দায়ী হবেন যে উহারা প্রত্যেকে অপরাধটি সংঘটন করেছে।
  • উপাদানঃ
  • ক্স কমপক্ষে দুইবা ততোধিক ব্যক্তি হতে হবে।
  • ক্স সকলের অভিপ্রায় একই হতে হবে।
  • ক্স নিদিষ্ট কাজ সংঘটন করবে পরিকল্পনা থাকতে হবে।
  • ক্স অপরাধটি সংঘটন করতে হবে।
  • শাস্তি ঃ সাধারন অভিপ্রায় দ্বারা অপরাধটি সংঘটিত হবে সে অপরাধের যে শাস্তি সেই শাস্তি।
  • আভিপ্রায় অর্থ নিদিষ্ট একটি ফল কামনা বুঝায় ।
  • ধারা-৫৩ ঃ শাস্তিসমুহ।
  • এই বিধিতে শাস্তি ৫ প্রকারঃ
  • মৃত্যুদন্ড, যাবজ্জীবন কারাদন্ড, কারাদন্ড ( সশ্রম ও বিনাশ্রম), জরিমানা, সম্পত্তি বাজেয়াপ্ত
  • ধারা-৫৪ :মৃত্যু দন্ড হ্রাসকরন।
  • সরকার কর্তৃক মৃত্যুদন্ড হ্রাস করন।
  • ধারা-৫৫ ঃ যাবজ্জীবন কারাবাস দন্ড হ্রাসকরন।
  • সরকার কর্তৃক যাবজ্জীবন হ্রাস করন।
  • ধারা-৫৫-ক ঃ রাষ্ট্রপতির বিশেষাধিকার সংরক্ষন।
  • রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন করতে পারেন।
  • ধারা-৫৭ ঃ যাবজ্জীবন কারাদন্ড ৩০ বছর।
  • যাবজ্জীবন কারাদন্ড বলতে ৩০ বছর এবং সর্বদা সশ্রম ।
  • ধারা ৬৭ঃ যে ক্ষেত্রে মাস্তি শুধুমাত্র অথৃদন্ড হয় সে ক্ষেত্রে অর্থদন্ড অনাদায় হলে কারাদন্ডের বিধান।
  • ক্স অর্থদন্ড ৫০ টাকার বেশী না হলে কারাদন্ড ২ মাস;
  • ক্স অর্থদন্ড ১০০ টাকার বেশী না হলে কারাদন্ড ৪ মাস;
  • ক্স অর্থদন্ড ১০০ টাকার বেশী হলে কারাদন্ড ৬ মাস;
  • কারাদন্ডের ধরন ঃ বিনাশ্রম
  • মেয়াদ ঃ দন্ডাদেশ প্রদানের ৬ বছরের মধ্যে অথদন্ড পরিশোধ করা যাবে।
  • ধারা-৮২ ঃ ৯ বছরের কম বয়স্ক শিশুর অপরাধ সংঘটন অপরাধ বলে গন্য হবে না।
  • ধারা-৮৩ ঃ ৯ বছরের অধীক বয়স্ক ও ১২ বছরের কম বয়স্ক বোধশক্তিহীন শিশুর অপরাধ বলে গন্য হবে না।
  • ধারা-৮৪ ঃ অপ্রকৃতিস্থ ব্যাক্তির কার্য অপরাধ বলে গন্য হবে না।
  • ধারা-৯২ ঃ সম্মতি ব্যতিরেকে কোন ব্যক্তির উপকারার্থে সদবিশ^াসে কৃত কোন কার্য অপরাধ নহে।
  • আত্মরক্ষার অধিকার প্রয়োগ ঃ
  • ধারা-৯৬ ঃ The Penal Code মোতাবেক আত্মরাক্ষার অধিকার প্রয়োগের কৃত বিষয় সমুহ।
  • অন্যায় আক্রমনকারীর বিরুদ্ধে নিজকে রক্ষা করার বিধানকে আত্মরক্ষার অধিকার বলে।
  • ধারা-৯৭ ঃ দেহ ও সম্পত্তির আত্মরাক্ষার অধিকার প্রয়োগের কৃত বিষয় সমুহ।
  • দন্ডবিধির ৯৯ ধারার বিধান সাপেক্ষে নিজের দেহ বা সম্পত্তি এবং অন্যের দেহ বা সম্পত্তির ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে।
  • ধারা-৯৮ ঃ অপ্রকৃতিস্থ ব্যক্তির আত্মরাক্ষার অধিকার ।
  • অপ্রকৃতিস্থ ব্যক্তির আক্রমনের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রযোগ করা যাবে।
  • ধারা-৯৯ ঃ যে সকল কার্যের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় না।
  • ব্যতিক্রমঃ
  • ১. আক্রমনকারী যদি সরকারী কর্মকর্তা হয়।
  • ২. আক্রমনকারী যদি সরকারী কর্মকর্তার নির্দেশে আক্রমন করে।
  • ৩. আঘাত যতটুকু প্রতিঘাত ততটুকু।
  • ৪. সরকারী কর্মচারীর নিকট আশ্রয় নেয়া গেল ।
  • চারীধারা-১০০ : দেহের ক্ষেত্রে ব্যাক্তিগত প্রতিরক্ষার অধিকার করে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে।
  • আত্মরক্ষার অধিকার প্রযোগে ৬ টি ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়। যথা-
  • ১। মৃত্যুর আশাংকা থাকলে,
  • ২। গুরুতর আঘাতের আশাংকা থাকলে,
  • ৩। ধর্ষনের আশাংকা থাকলে,
  • ৪। অপ্রকৃতিস্থ কাম লালসা চরিতার্থ করার দ্বারা আঘাত বা আক্রমন,
  • ৫। অপহারন বা অপবাহনের ক্ষেত্রে ও
  • ৬। অবৈধ অবরোধ ।
  • ধারা-১০১ ঃ দেহের আত্মরক্ষার অধিকার প্রয়োগে মৃত্যু ব্যতিত সকল অধিকার প্রয়োগ করা যাবে ।
  • আত্শরক্ষার অধিকার প্রযোগের ক্ষেত্রে সকল অধিকার প্রয়োগ করা যেতে পাওে কিন্তু মৃত্যু ঘঠানো যাবে না।
  • ধারা-১০২ঃ দেহের আত্মরক্ষার অধিকার প্রয়োগের স্থায়ীত্বকাল ।
  • যতক্ষন পর্যন্ত অন্যায় আক্রমনকারী আঘাত করতে থাকবে ততক্ষন পর্যন্ত অন্যায় আক্রমনকারীর বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রযোগ করা যাবে।
  • ধারা-১০৩ ঃ The Penal Code মোতাবেকসম্পত্তির ক্ষেত্রে ব্যাক্তিগত প্রতিরক্ষার অধিকার করে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে।
  • নিম্মলিখিত ৪ টি ক্ষেত্রে সম্পত্তি রক্ষার্থে মৃুত্যু পর্যন্ত ঘটানো যাবে। যথা-
  • ১। ঘরে আরুন লাগালে,
  • ২। দস্যুতার ক্ষেত্রে,
  • ৩। অপথে গৃহে প্রবেশ করলে
  • ৪। চুরি বা ক্ষতিসাধন ।
  • ধারা-১০৪ ঃ সম্পত্তির ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগে মৃত্যু ব্যতিত সকল অধিকার প্রয়োগ করা যাবে ।
  • ধারা-১০৫ঃ সম্পত্তির ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগের স্থায়ীত্বকাল ।
  • অপরাধের সহায়তা ঃ
  • ধারা-১০৭ঃ অপরাধের সহায়তা ।
  • ধারা-১৯৫ঃ অপরাধের সহায়তার শাস্তি ।
  • অপরাধমুলক ষড়যন্ত্র ঃ
  • ধারা-১২০ (ক) ঃ অপরাধমুলক ষড়যন্ত্রের সংজ্ঞা ।
  • ধারা-১২০ (খ) ঃ অপরাধমুলক ষড়যন্ত্রের শাস্তি।
  • রাষ্ট্রদ্রোহিমুলক অপরাধ ঃ
  • ধারা-১২১ ঃ বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা বা ঘোশষনার উদ্যোগ বা যুদ্ধ ঘোষনায় সহায়তা ক্ষেত্রে অপরাধ ।
  • শাস্তি ঃ মৃত্যুদন্ড বা যাবজ্জীবন এবং অর্থদন্ড । জামিন অযোগ্য ।
  • ধারা-১২৪ ঃ রাষট্রদ্রোহ। শাস্তি ঃ যাবজ্জীবন বা ৩ বছর কারাদন্ড এবং অর্থদন্ড । জামিন অযোগ্য ।
  • বেআইনী সমাবেশ ঃ
  • ধারা-১৪১ঃ বেআইনী সমাবেশ।
  • ধারা-১৪৩ ঃ বেআইনী সমাবেশের সদস্য। শাস্তি ঃ ৬ মাস যে কোন বর্ননায় কারাদন্ড এবং অর্থদন্ড । সমন-জামিন যোগ্য ।
  • ধারা-১৪৪ ঃ মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনী সমাবেশে যোগদান। শাস্তি ঃ ২ বছর যে কোন বর্ননায় কারাদন্ড এবং অর্থদন্ড । ওয়ারেন্ট-জামিন যোগ্য ।
  • ধারা- ১৪৬ ঃ দাংগার সংজ্ঞা ।
  • ধারা-১৪৭ ঃ দাংগার শাস্তি ঃ ২ বছর যে কোন বর্ননায় কারাদন্ড এবং অর্থদন্ড বা উভয়দন্ড । ওয়ারেন্ট-জামিন যোগ্য ।
  • ধারা-১৪৭ ঃ মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দাংগা। শাস্তি ঃ ৩ বছর যে কোন বর্ননায় কারাদন্ড এবং অর্থদন্ড বা উভয়দন্ড । ওয়ারেন্ট-জামিন যোগ্য ।
  • ধারা-১৪৯ঃ সাধারন উদ্দেশ্য ।
  • মারামারী ঃ
  • ধারা-১৫৯ঃ মারামারী ।
  • দুইবা ততোধিক ব্যাক্তি প্রকাশ্য স্থানে অশান্ত সৃষ্টি করলে তাকে মারামারী বলে।
  • উপাদান ঃ (১) কমপক্ষে দই বা ততোধিক ব্যক্তি হতে হবে।
  • (২) প্রকাশ্য ভাবে সংঘটন করতে হবে।
  • (৩) এবং সংঘটনের ফলে অশান্তি সৃষ্টি হতে হবে।
  • ধারা-১৬০ঃ মারামারীর শাস্তি ।
  • ১ মাস যে কোন বর্ননায় কারাদন্ড বা ১০০ টাকা অর্থদন্ড বা উভয়দন্ড । সমন-জামিন যোগ্য ।
  • মিথ্যা সাক্ষ্য সংক্রান্ত ঃ
  • ধারা-১৯১ ঃ মিথ্যা সাক্ষ্যদান।
  • ধারা-১৯৩ ঃ মিথ্যা সাক্ষ্যের শাস্তি- বিচার বিভাগীয় মামলায় ৭ বছর যে কোন বর্ননায় কারাদন্ড এবং অন্যন্য মামলায় ৩ বছর পর্যন্ত যে কোন র্ননায় কারাদন্ড এবং তদুপরি অর্থদন্ড । ওয়ারেন্ট- জামিনযোগ্য।
  • ধারা-১৯৪ ঃ মুত্যুদন্ড দন্ডিত করার উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য দেওয়া বা উদ্ভাবন করার শাস্তি যাবজ্জীবন বা ১০ বছর যে কোন বর্ননায় কারাদন্ড এবং অর্থদন্ড । ওযারেন্ট- জামিন অযোগ্য।
  • ধারা-১৯৫ ঃ যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করার উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য দেওয়া বা উদ্ভাবন করার শাস্তি –সাক্ষ্যেরপর দন্ডিত ব্যাক্তি যে শাস্তি সেই শাস্তি । ওযারেন্ট- জামিন অযোগ্য।
  • ধারা-৩০০ ঃ খুন।
  • ধারা-৩০১ ঃ যে ব্যাক্তির মৃত্যু ঘটানোর অভিষ্ট ছিল সে ব্যাক্তি ভিন্ন অন্য ব্যাক্তির মৃত্যু ঘটলে দন্ডার্হ নরহত্যা অনুষ্ঠান।
  • ধারা-৩০২ ঃ খুনের শাস্তি মৃত্যুদন্ড বা যাবজ্জীবন কারাদন্ড এবং অর্থদন্ড। (ওয়ারেন্ট- আমলযোগ্য-জামিন অযোগ্য-দায়রা আদালতে বিচার্য)।
  • ধারা-৩০৩ ঃ যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত অপরাধী কর্তৃক খুনের একমাত্র শাস্তি মৃত্যুদন্ড । (ওয়ারেন্ট- আমলযোগ্য-জামিন অযোগ্য-দায়রা আদালতে বিচার্য)।
  • ধারা-৩০৪ ঃ অপরাধজনক নরহত্যার শাস্তি যাবজ্জীবন বা ১০ বছর কারাদন্ড এবং অর্থদন্ড। (ওয়ারেন্ট- আমলযোগ্য-জামিন অযোগ্য-দায়রা আদালতে বিচার্য)।
  • ধারা-৩০৪(ক) ঃ অবহেলার ফলে মৃত্যু ঘটানোর শাস্তি ৫ বছর কারাদন্ড বা অর্থদন্ড বা উভয় দন্ড। (ওয়ারেন্ট-জামিন যোগ্য)।
  • ধারা-৩০৪(খ) ঃ বেপরোয়া যান বা অশ^চালনার দ্বারা মৃত্যু ঘটানোর শাস্তি ৩ বছর কারাদন্ড বা অর্থদন্ড বা উভয় দন্ড। (ওয়ারেন্ট-জামিন যোগ্য)।
  • ধারা-৩০৬ঃ আত্মহত্যার প্ররোচনা বা সহায়তাকরন দ্বারা মৃত্যু ঘটানোর শাস্তি ১০ বছর কারাদন্ড বা অর্থদন্ড বা উভয় দন্ড। (ওয়ারেন্ট-জামিন অযোগ্য- আমলযোগ্য- দায়রা আদালতে বিচার্য)।
  • ধারা-৩০৭ঃ খুনের উদ্যোগের শাস্তি ৭ বছর কারাদন্ড বা অর্থদন্ড বা উভয় দন্ড। (ওয়ারেন্ট-জামিন অযোগ্য- আমলযোগ্য- দায়রা আদালতে বিচার্য)।
  • ধারা-৩০৮ঃ অপরাধজনক নরহত্যার উদ্যোগের শাস্তি ৩ বছর কারাদন্ড বা অর্থদন্ড বা উভয় দন্ড। (ওয়ারেন্ট-জামিন যোগ্য)।
  • ধারা-৩০৯ঃ আত্মহত্যার উদ্যোগের শাস্তি ১ বছর কারাদন্ড বা অর্থদন্ড বা উভয় দন্ড। (ওয়ারেন্ট-জামিন যোগ্য)।
  • ধারা-৩১৩ঃ নারীর সম্মতি ব্যতিরেকে গর্ভপাত করানোর শাস্তি যাবজ্জীবন বা ১০ বছর কারাদন্ড বা অর্থদন্ড বা উভয় দন্ড। (ওয়ারেন্ট-জামিন অযোগ্য-আমলযোগ্য- দায়রা আদালতে বিচার্য)।
  • আঘাত ঃ
  • ধারা-৩১৯ঃ আঘাতের সংজ্ঞা।
  • ধারা-৩২০ঃ গুরুতর আঘাতের সংজ্ঞা।
  • ধারা-৩২১ঃ সেচ্ছাকৃত সাধারন আঘাত দান করা।
  • ধারা-৩২২ঃ সেচ্ছাকৃত গুরুতর আঘাত দান করা।
  • ধারা-৩২৩ঃThe Penal Code মোতাবেক সেচ্ছাকৃত সাধারন আঘাত দান করার শাস্তি ১ বছর যে কোন বর্ননায় কারাদন্ড বা ১০০০/ টাকা জরিমানা। ( সমন- জামিনযোগ্য)।
  • ধারা-৩২৪ঃ সেচ্ছাকৃত মারাত্মক অস্ত্রের দ্বারা সাধারন আঘাত দান করার শাস্তি ৩ বছর যে কোন বর্ননায় কারাদন্ড এবং অর্থদন্ড। ( জামিনযোগ্য)।
  • ধারা-৩২৫ঃ সেচ্ছাকৃত গুরুতর আঘাত দান করার শাস্তি ৭বছর যে কোন বর্ননায় কারাদন্ড এবং অর্থদন্ড। ( সমন- জামিনযোগ্য)।
  • ধারা-৩২৬ঃ সেচ্ছাকৃত মারাত্মক অস্ত্রের দ্বারা গুরুতর আঘাত দান করার শাস্তি যাবজ্জীবন বা ১০ বছর যে কোন বর্ননায় কারাদন্ড এবং অর্থদন্ড। (সমন -জামিন অযোগ্য)।
  • ধারা-৩৩৫ঃ উত্তেজনাবশতঃ সেচ্ছাকৃত গুরুতর আঘাত দান করার শাস্তি ৪ বছর যে কোন বর্ননায় কারাদন্ড বা ২০০০/ টাকা অর্থদন্ড বা উভয় দন্ড। (সমন- জামিনযোগ্য)।
  • ধারা-৩৩৮-ক ঃ গনপথে বেপরোয়া যান বা অশ^ চালান দ্বারা গুরুতর আঘাত দান করার শাস্তি ২ বছর যে কোন বর্ননায় কারাদন্ড বা অর্থদন্ড বা উভয় দন্ড। (ওয়ারেন্ট- জামিনযোগ্য)।
  • অবৈধ বাধা ঃ
  • ধারা-৩৩৯ঃ অবৈধ বাধার সংজ্ঞা।
  • যে পথে যাওয়ার অধিকার আছে কিন্তু সে পথে যেতে না দেয়াকে অবৈধ বাধা বলে ।
  • উপাদান – ৩ টি ঃ
  • (১) নিদিষ্ট দিকে যাওয়ার অধিকার থাকতে হবে।
  • (২) বাধাগ্রস্থ হতে হবে।
  • (৩) অপরাধটি সংঘটিত হতে হবে।
  • ধারা-৩৪০ঃ অবৈধ অবরোধের সংজ্ঞা।
  • একটি নিদিষ্ট এলাকার বাহিরে যেতে বাধাগ্রস্থ করাকে অবৈধ আটক বা অবরোধ বলে ।
  • উপাদান ঃ ৩ টি
  • ধারা-৩৪১ঃ অবৈধ বাধাদানের শাস্তি ১ মাস পর্যন্ত যে কোন বর্ননায় কারাদন্ড বা ৫০০/ টাকা অর্থদন্ড । (সমন- জামিনযোগ্য)।
  • ধারা-৩৪২ঃ অবৈধ অবরোধের শাস্তি ১ বছর পর্যন্ত যে কোন বর্ননায় কারাদন্ড বা ১০০০/ টাকা অর্থদন্ড । (সমন- জামিনযোগ্য)।
  • অপরাধমুলক বলপ্রয়োগ ঃ
  • ধারা-৩৫০ঃ অপরাধমুলক বলপ্রয়োগের সংজ্ঞা।
  • ধারা-৩৫১ঃ আক্রমনের সংজ্ঞা।
  • ধারা-৩৫৪ ঃ কোন নারীর শালীনতা নষ্ট করার উদ্দেশ্যে অপরাধমুলক বলপ্রয়োগ বা আক্রমন করার শাস্তি ২ বছর যে কোন বর্ননায় কারাদন্ড বা অর্থদন্ড বা উভয় দন্ড। (ওয়ারেন্ট- জামিনযোগ্য)।
  • অপহরণ ও অপবাহন ঃ
  • ধারা-৩৫৯ঃ The Penal Code মোতাবেকলোক অপহরণ এর সংজ্ঞা।
  • ধারা-৩৬০ঃ বাংলাদেশ হতে অপহরণ ।
  • ধারা-৩৬১ঃ বৈধ অভিভাবকত্ব হতে অপহরণ ।
  • ধারা-৩৬২ঃ The Penal Code মোতাবেক অপবাহন ।
  • ধারা-৩৬৩ ঃ অপহরণের শাস্তি ৭ বছর যে কোন বর্ননায় কারাদন্ড এবং অর্থদন্ড । (ওয়ারেন্ট- জামিনযোগ্য)।
  • ধারা-৩৬৪ ঃ খুন করার উদ্দেশ্যে অপবাহন বা অপহরণের শাস্তি যাবজ্জীবন বা ১০ বছর যে কোন বর্ননায় কারাদন্ড এবং অর্থদন্ড । (ওয়ারেন্ট- জামিন অযোগ্য)।
  • ধারা-৩৬৪-ক ঃ ১০ বছর কম বয়স্ক কোন ব্যক্তিকে অপবাহন বা অপহরণের শাস্তি মৃত্যুদন্ড বা যাবজ্জীবন কারাদন্ড বা ১৪ বছর পর্যন্ত যে কোন বর্ননায় কারাদন্ড এবং অর্থদন্ড । (ওয়ারেন্ট- জামিন অযোগ্য)।
  • ধারা-৩৬৬ ঃ কোন নারীকে বিবাহ ইত্যাদি বাধ্য করার উদ্দেশ্যে অপবাহন বা অপহরণের শাস্তি ১০ বছর যে কোন বর্ননায় কারাদন্ড এবং অর্থদন্ড । (ওয়ারেন্ট- জামিন অযোগ্য)।
  • ধারা-৩৬৬-ক ঃ অপ্রাপ্ত বয়স্ক বালিকা সংগ্রহ করনের শাস্তি ১০ বছর যে কোন বর্ননায় কারাদন্ড এবং অর্থদন্ড । (ওয়ারেন্ট- জামিন অযোগ্য)।
  • ধর্ষন ঃ
  • ধারা-৩৭৫ ঃ নারী ধর্ষন ।
  • ধারা-৩৭৬ ঃ নারী ধর্ষনের শাস্তি যাবজ্জীবন বা ১০ বছর যে কোন বর্ননায় কারাদন্ড এবং অর্থদন্ড । (ওয়ারেন্ট- জামিন অযোগ্য)।
  • ধারা-৩৭৭ ঃ অপ্রকৃতিস্থ কাম লালসার শাস্তি যাবজ্জীবন বা ১০ বছর যে কোন বর্ননায় কারাদন্ড এবং অর্থদন্ড । (ওয়ারেন্ট- জামিন অযোগ্য)।
  • চুরি ঃ
  • আরা-৩৭৮ ঃ চুরির সংজ্ঞা।
  • ধারা-৩৭৯ ঃ চুরি করার শাস্তি ৩ বছর পর্যন্ত যে কোন বর্ননায় কারাদন্ড বা অর্থদন্ড বা উভয় দন্ড। (ওয়ারেন্ট- জামিন অযোগ্য)।
  • ধারা-৩৮০ ঃ বাসগ্রহ হতে চুরি করার শাস্তি ৭ বছর পর্যন্ত যে কোন বর্ননায় কারাদন্ড এবং অর্থদন্ড । (ওয়ারেন্ট- জামিন অযোগ্য)।
  • ধারা-৩৮১ ঃ চাকর বা কেরানী কর্তৃক মনিবের অধিকারভুক্ত সম্পত্তি চুরি করার শাস্তি ৭ বছর পর্যন্ত যে কোন বর্ননায় কারাদন্ড এবং অর্থদন্ড । (ওয়ারেন্ট- জামিন অযোগ্য)।
  • ধারা-৩৮২ ঃ চুরি করার প্রস্তুত কালে মৃত্যু ঘটানো বা গুরতর আঘাত করানো বা অবৈধ আটক করার শাস্তি ১০ বছর পর্যন্ত যে কোন বর্ননায় কারাদন্ড বা অর্থদন্ড বা উভয় দন্ড। (ওয়ারেন্ট- জামিন অযোগ্য)।
  • বলপুর্বক গ্রহন ঃ
  • ধারা-৩৮৩ ঃ বলপৃর্বক গহন বা ছিনতাইয়ের সংজ্ঞা।
  • ধারা-৩৮৪ ঃ বলপুর্বক গ্রহনের শাস্তি ৩ বছর পর্যন্ত যে কোন বর্ননায় কারাদন্ড বা অর্থদন্ড বা উভয় দন্ড। (ওয়ারেন্ট- জামিন যোগ্য)।
  • ধারা-৩৮৫ ঃ বলপুর্বক গ্রহনের উদ্দেশ্যে কোন ব্যাক্তিকে কোন ক্ষতির ভীতি প্রদর্শনের শাস্তি ১৪ বছর পর্যন্ত বা কমপক্ষে ৫ বছর পর্যন্ত যে কোন বর্ননায় কারাদন্ড । (ওয়ারেন্ট- জামিন অযোগ্য)।
  • দস্যুতা ঃ
  • ধারা-৩৯০ ঃ দস্যুতার সংজ্ঞা।
  • ধারা-৩৯১ ঃ The Penal Code মোতাবেক ডাকাতির সংজ্ঞা।
  • ধারা-৩৯২ ঃ দস্যুতার শাস্তি ১০ বছর পর্যন্ত যে কোন বর্ননায় কারাদন্ড এবং অর্থদন্ড । রাতে রাজপথে হলে ১৪ বছর ।(ওয়ারেন্ট- জামিন যোগ্য)।
  • ধারা-৩৯৩ ঃ দস্যুতা অনুষ্টানের উদ্যোগের শাস্তি ৭ বছর মেয়াদে যে কোন বর্ননায় কারাদন্ড এবং অর্থদন্ড। ( ওয়ারেন্ট- জমিনঅযোগ্য )।
  • ধারা-৩৯৪ ঃ দস্যুতা অনুষ্টানকালে সেচ্ছাকৃত আঘাদ দানের শাস্তি যাবজ্জীবন বা ১০ বছর মেয়াদে যে কোন বর্ননায় কারাদন্ড এবং অর্থদন্ড। ( ওয়ারেন্ট- জমিনঅযোগ্য )।
  • ধারা-৩৯৫ ঃ ডাকাতির শাস্তি যাবজ্জীবন বা ১০ বছর মেয়াদে যে কোন বর্ননায় কারাদন্ড এবং অর্থদন্ড। ( ওয়ারেন্ট- জমিনঅযোগ্য )।
  • ধারা-৩৯৬ ঃ খুনসহকারে ডাকাতির শাস্তি মৃত্যুদন্ড বা যাবজ্জীবন বা ১০ বছর মেয়াদে যে কোন বর্ননায় কারাদন্ড এবং অর্থদন্ড। ( ওয়ারেন্ট- জমিনঅযোগ্য )।
  • ধারা-৩৯৮ ঃ মারাত্মক অস্তেৃ সজ্জিত হইয়া দস্যুতা বা ডাকাতির উদ্যোগের শাস্তি ৭ বছর মেয়াদে যে কোন বর্ননায় কারাদন্ড এবং অর্থদন্ড। (ওয়ারেন্ট- জমিনঅযোগ্য )।
  • ধারা-৩৯৯ ঃ ডাকাতি অনষ্টানের প্রস্তুতির শাস্তি ১০ বছর মেয়াদে যে কোন বর্ননায় কারাদন্ড এবং অর্থদন্ড। ( ওয়ারেন্ট- জমিনঅযোগ্য )।
  • ধারা-৪০০ঃ ডাকাত দলভুক্ত হওয়ার শাস্তি যাবজ্জীবন বা ১০ বছর মেয়াদে যে কোন বর্ননায় কারাদন্ড এবং অর্থদন্ড। ( ওয়ারেন্ট- জমিনঅযোগ্য )।
  • ধারা-৪০৩ ঃ অপরাধমুলক সম্পত্তি আত্মসাৎ এর শাস্তি ২ বছর মেয়াদে যে কোন বর্ননায় কারাদন্ড বা অর্থদন্ড বা উভয়দন্ড। ( ওয়ারেন্ট- জমিনযোগ্য )।
  • ধারা-৪০৫ ঃ অপরাধমুলক বিশ^াস ভঙ্গের সংজ্ঞা।
  • ধারা-৪০৬ ঃ অপরাধমুলক বিশ^াস ভঙ্গের শাস্তি ৩ বছর মেয়াদে যে কোন বর্ননায় কারাদন্ড বা অর্থদন্ড বা উভয় দন্ড। ( ওয়ারেন্ট- জমিনঅযোগ্য )।
  • ধারা-৪০৮ ঃ কেরানী বা চাকর কর্তৃক অপরাধমুলক বিশ^াস ভঙ্গের শাস্তি ৭ বছর মেয়াদে যে কোন বর্ননায় কারাদন্ড এবং অর্থদন্ড । ( ওয়ারেন্ট- জমিনঅযোগ্য )।
  • ধারা-৪১১ ঃ অসাধুভাবে চোরাইমাল গ্রহন করার শাস্তি ৩ বছর মেয়াদে যে কোন বর্ননায় কারাদন্ড বা অর্থদন্ড বা উভয় দন্ড। ( ওয়ারেন্ট- জমিনঅযোগ্য )।
  • ধারা-৪১৩ ঃ অসাধুভাবে চোরাইমাল ক্রয়-বিক্রয় করার শাস্তি যাবজ্জীবন বা ১০ বছর মেয়াদে যে কোন বর্ননায় কারাদন্ড বা অর্থদন্ড বা উভয় দন্ড। ( ওয়ারেন্ট- জমিনঅযোগ্য )।
  • ধারা-৪১৫ ঃ প্রতারনার সংজ্ঞ।
  • ধারা-৪১৬ ঃ অপরের রুপ ধারন পুর্বক প্রতারনা।।
  • ধারা-৪১৭ ঃ প্রতারনার শাস্তি ১ বছর মেয়াদে যে কোন বর্ননায় কারাদন্ড বা অর্থদন্ড । ( ওয়ারেন্ট- জমিনযোগ্য )।
  • ধারা-৪১৯ ঃঅপরের রুপ ধারনপুর্বক প্রতারনার শাস্তি ৩ বছর মেয়াদে যে কোন বর্ননায় কারাদন্ড বা অর্থদন্ড বা উভয় দন্ড। ( ওয়ারেন্ট- জমিনযোগ্য )।
  • ধারা-৪২০ ঃ প্রতারনা করে সম্পত্তি সর্ম্পনের শাস্তি ৭ বছর মেয়াদে যে কোন বর্ননায় কারাদন্ড এবং অর্থদন্ড । ( ওয়ারেন্ট- জমিনযোগ্য )।
  • ধারা-৪২৫ ঃ অনিষ্ট ।
  • ধারা-৪২৬ ঃ অনিষ্টের শাস্তি ৩ মাস মেয়াদে যে কোন বর্ননায় কারাদন্ড বা অর্থদন্ড বা উভয় দন্ড। ( ওয়ারেন্ট- জমিনযোগ্য )।
  • ধারা-৪৪১ ঃThe Penal Code মোতাবেকঅপরাধমুলক অনাধিকার প্রবেশ।
  • ধারা-৪৪২ ঃ গৃহে অনাধিকার প্রবেশ।
  • ধারা-৪৪৩ ঃ সঙ্গোপনে গৃহে অনাধিকার প্রবেশ।
  • ধারা-৪৪৪ ঃ রাতের বেলা সঙ্গোপনে গৃহে অনাধিকার প্রবেশ।
  • ধারা-৪৪৬ ঃ রাতের বেলা অপথে বা সিদ কেটে গৃহে অনাধিকার প্রবেশ।
  • ধারা-৪৪৭ ঃ অপরাধমুলক অনাধিকার প্রবেশের শাস্তি ৩ মাস মেয়াদে যে কোন বর্ননায় কারাদন্ড বা অর্থদন্ড বা উভয় দন্ড। ( সমন- জমিনযোগ্য )।
  • ধারা-৪৪৮ ঃ অনাধিকার গৃহে প্রবেশের শাস্তি ১ বছর মেয়াদে যে কোন বর্ননায় কারাদন্ড বা ১০০০/ টাকা অর্থদন্ড বা উভয় দন্ড। ( ওয়ারেন্ট- জমিনযোগ্য )।
  • ধারা-৪৫৩ ঃ সঙ্গোপনে অনাধিকার গৃহে প্রবেশ বা অপথে গৃহে পবেশের শাস্তি ২ বছর মেয়াদে যে কোন বর্ননায় কারাদন্ড বা অর্থদন্ড বা উভয় দন্ড। (ওয়ারেন্ট- জমিনযোগ্য )।
  • ধারা-৪৫৬ ঃ রাতের বেলা সঙ্গোপনে অনাধিকার গৃহে প্রবেশ বা অপথে বাসিদ কেটে গৃহে পবেশের শাস্তি ৩ বছর মেয়াদে যে কোন বর্ননায় কারাদন্ড বা অর্থদন্ড বা উভয় দন্ড। (ওয়ারেন্ট- জমিনযোগ্য )।
  • ধারা-৪৬০ ঃ সঙ্গোপনে রাতের বেলায় অনাধিকার গৃহে প্রবেশ বা সিদেল চুরিতে মিলিত ভাবে সকল ব্যাক্তি যেই ক্ষেত্রে তাদেও কোন একজন কারও মৃম্যু বা গুরুতর আঘাত কওে সে ক্ষেত্রে সকলকেই দন্ডিত হওয়ার শাস্তি যাবজ্জীবন বা ১০ বছর মেয়াদে যে কোন বর্ননায় কারাদন্ড এবং অর্থদন্ড। (ওয়ারেন্ট- জমিনঅযোগ্য )।
  • ধারা-৪৬৩ ঃ জালিয়াতি ।
  • ধারা-৪৬৪ ঃ মিথ্যাা ও জাল দলিল প্রস্তুত করন।
  • ধারা-৪৬৫ ঃ জালিয়াতির শাস্তি ২ বছর মেয়াদে যে কোন বর্ননায় কারাদন্ড বা অর্থদন্ড বা উভয় দন্ড। (ওয়ারেন্ট- জমিনযোগ্য )।
  • ধারা-৪৬৭ ঃ মুল্যবান জামানত,উইল ইত্যাদি জালিয়াতির শাস্তি যাবজ্জীবন বা ১০ বছর মেয়াদে যে কোন বর্ননায় কারাদন্ড এবং অর্থদন্ড । (ওয়ারেন্ট- জমিনঅযোগ্য )।
  • ধারা-৪৬৮ ঃ মুপ্রতারনা করার উদ্দেশ্যে জালিয়াতির শাস্তি ৭ বছর মেয়াদে যে কোন বর্ননায় কারাদন্ড এবং অর্থদন্ড । ধারা-৪৭০ ঃ জাল দলিল ।
  • ধারা-৪৭০ ঃ জাল দলিল ।
  • ধারা-৪৭১ ঃ কোন জাল দলিলকে খাটি হিসেবে ব্যাবহার করার শাস্তি জালিয়াতির শাস্তির সমান ।(ওয়ারেন্ট- জমিনযোগ্য )।
  • ধারা-৪৮১ ঃ মিথ্যা পণ্য প্রতিক ব্যাবহারের। (মিথ্যা ট্রেড মার্ক ব্যাবহার)।
  • ধারা-৪৮২ ঃ মিথ্যা পণ্য প্রতিক ব্যাবহারের শাস্তি ১ বছর মেয়াদে যে কোন বর্ননায় কারাদন্ড বা অর্থদন্ড বা উভয় দন্ড। (ওয়ারেন্ট- জমিনযোগ্য )।
  • ধারা-৪৯৩ ঃ প্রতারনামুলকভাবে আইনানুগ বিবাহের বিশ^াসে প্ররোচিত কওে কোন ব্যাক্তি কর্তৃক স্বামী-স্ত্রী রুপে সহবাসের শাস্তি ১০ বছর মেয়াদে যে কোন বর্ননায় কারাদন্ড বা অর্থদন্ড।(ওয়ারেন্ট-জমিনযোগ্য )।
  • ধারা-৪৯৪ ঃ স্বামী বা স্ত্রীরজীবদ্দশায় বিবাহকরন এর শাস্তি ৭ বছর মেয়াদে যে কোন বর্ননায় কারাদন্ড বা অর্থদন্ড । (ওয়ারেন্ট- জমিনযোগ্য )।
  • ধারা-৪৯৫ ঃ যে ব্যাক্তির সাথে পরবর্তী বিবাহের চুক্তি সম্পাদিত হয় তার নিকট পুর্ববর্তী বিবাহ গোপন করে একই রকম অপরাধ অনুষ্ঠানের শাস্তি ১০ বছর মেয়াদে যে কোন বর্ননায় কারাদন্ড বা অর্থদন্ড । (ওয়ারেন্ট- জমিনযোগ্য )।
  • ধারা-৪৯৭ ঃ ব্যাভিচারের শাস্তি ৭ বছর মেয়াদে যে কোন বর্ননায় কারাদন্ড বা অর্থদন্ড । (ওয়ারেন্ট- জমিনযোগ্য )।
  • ধারা-৪৯৯ ঃ The Penal Code মোতাবেক মানহানির সংজ্ঞা।
  • ধারা-৫০০ ঃ মানহানির শাস্তি ২ বছর মেয়াদে যে কোন বর্ননায় কারাদন্ড বা অর্থদন্ড বা উভয় দন্ড। (সমন- জমিনযোগ্য )।
  • ধারা-৫০৬ ঃ The Penal Code মোতাবেক অপরাধমুলক ভীতি প্রদর্শনের শাস্তি ২ বছর মেয়াদে যে কোন বর্ননায় কারাদন্ড বা অর্থদন্ড বা উভয় দন্ড। (ওয়ারেন্ট- জমিনযোগ্য )।
  • ধারা-৫০৯ ঃ কোন নারীর শালীনতার অমর্যাদার অভিপ্রায়ে কোন মন্তব্য,অঙ্গ-ভঙ্গি বা কোন কাজ এর শাস্তি ১ বছর মেয়াদে যে কোন বর্ননায় কারাদন্ড বা অর্থদন্ড বা উভয় দন্ড। (ওয়ারেন্ট- জমিনযোগ্য )।
  • ধারা-৫১১ ঃ যাবজ্জীবন কারাবাস দন্ডে বা কারাদন্ডে দন্ডনীয় অপরাধসমুহ সংঘটনের উদ্যোগের শাস্তি দীর্ঘতম মেয়াদে বা কাদন্ডের অর্ধেক মেয়াদ। (সমন বা ওয়ারেন্ট যোগ্য বা কোষত্রমতে জামিন অযোগ্য)।