রেস সাবজুডিস বিষয়ে দেওয়ানী কার্যবিধি ১০ ধারায় বনিত হইয়াছে। উক্ত ধারার বিধান মতে – “কোন আদালত এমন কোন মোকদ্দমার বিচার করিবেন না যাহার বিচায বিষয় নিয়ে একই পক্ষ বা তাদের স্থলবতীদের মধ্যে বাংলাদেশের কোন অঅদালত বা বাংলাদেশের আওতাধীন কোন আদালতে বিচারাধীন আছে। “