তামাদী আইন ,১৯০৮
তামাদি আইন- ১৯০৮। এটি ১৯০৮ সালের ৯ নং আইন। তামাদি শব্দটি আরটি আরবী শব্দযার অর্থ সর্বোচ্ছ সময়। এর আভিধানিক অর্থ বিলুপ্ত হওয়া বা বাধাপ্রাপ্ত হওয়া। তামাদি আইন দ্বারা ফৌজদারী মামলা বাধাপ্রাপ্ত হয় না। তামাদি সময় গ্রেগ্রিয়ান ক্যালেন্ডার বা ইংরেজী ক্যালেন্ডার অনুসারে গণনা করা হয়। প্রকাশকাল ৭ আগন্ট ১৯০৮। কার্যকর ১ জানুয়ারী ১৯০৯ সাল। সর্বপ্রথম কোডিফাইড হয় ১৮৫৯ সালে। এতে ধারা আছে ৩২ টি, অনুচ্ছেদ আছে ১৮৩ টি, অধ্যায় আছে ৫টি, খন্ড/ভাগ আছে ৩টি, এবং তফসিল এছ ১টি। ১ম ভাগে মামলা দায়ের, ২য় ভাগে আপীল এবং ৩য় ভাগে দরখাস্ত সম্পর্কে বলা হয়েছে। প্রথম তফসিলে ১৮৩টি অনুচ্ছেদ আছে। এটি একটি বিধিবদ্ধ আইন বা পদ্ধতিগত আইন। সর্বশেষ সংশোধন হয় ৭ডিসেম্বর, ২০০৪ সাল ২৮ নং আইন দ্বারা। সংশোধনীর বিষয় ছিল ১১৩ এবং ১১৪ অনুচ্ছেদের তামাদি সময় ৩ বছর থেকে কমিয়ে ১ বছর করা হয়।অধ্যায় অনুসারে তামাদি আইন
তামাদি আইনের গুরুত্বপূর্ণ ধারা সমুহ:
ধারা- ২ সংগাঃ দরখাস্তকারী, মুচলেকা, ব্যবহারস্বত্ব, অঙ্গীকারপত্র, আছি। ধারা- ১৪ এখতিয়ার বিহনি আদালতে দায়েরকৃত মামলার সময় বাদ যাবে।
ধারা- ৩ তামাদির মেয়াদ অন্তে দায়েরকৃত মামলা খারিজ ধারা-১৫ কার্যক্রম স্থগিত থাকাকালীন সময় বাদ যাবে
ধারা- ৪ আদালতে বাদ্ধ থাকলে তামাদি গণনা বদ্ধ খাববে ধারা- ১৬ ডিক্রি জারির বিক্রয় রদ করিবার সময় বাদ যাবে
ধারা- ৫ ক্ষেত্র বিশেসে তামাতি মেয়াদ বৃদ্ধিকরণ ধারা- ১৮ প্রতারনার ফলাফল
ধারা- ৬ বৈধ অপারগতা (তামদি মেয়াদ গণনা বদ্ধ থাকা) ধারা- ১৯ লিখিত প্রাপ্তি স্বীকারের ফলাফল
ধারা- ৭ যৌথ অধিকার ধারা- ২১ অক্ষম ব্যক্তির প্রতিনিধি
ধারা- ৮ বিশেষ ব্যতিক্রম ধারা- ২২ নতুন বাদী বা বিাবদী ভ‚ক্ত কার
ধারা- ৯ সময়ের আবিরাম চলন ধারা- ২৩ অবিরাম চুযক্তিভঙ্গ
ধারা- ১২ আমাদি নির্ধারিত সময় রক্ষা করে ধারা- ২৬ সুকাধিকার অর্জন (২০বছর )
ধারা- ১৩ বাংলদেশ হইতে বিবাদীর অনুপস্থিতকালীন সময় বাদ যায় ধারা- ২৮ ইজমেন্ট রাইট বা জবর দখল বা বিরুদ্ধ দখল (১২ বছর)
ধারা-১৪ ঃ সরল বিশ^াসে ভুল আদালতে মামলা দাখিলের ক্ষেত্রে যে সময় নষ্ট হবে সে পরিমান সময় গননা হতে বাদ যাবে।
ধারা-১৫ ঃ মোকদ্দমা স্থগিতকালীন যে পরিমান সময় গননা হতে বাদ যাবে।
ধারা-১৭ ঃ মামলা করার অধিকার অর্জনের পুর্বে মৃত্যুর ফলাফল।
ধারা-১৮ ঃ প্রতারনার ফলাফল।
ধারা-১৯ ঃ প্রাপ্তি স্বীকারের ফলাফল।
ধারা-২০ ঃ দায় পরিশোধের ফলাফল।
ধারা-২৩ ঃ অবিরাম চুক্তিভংগ বা অন্যায় করার ফলাফল।
ধারা-২৫ ঃ তামাদী গননার পজ্ঞিকা।
ধারা-২৬ ঃ সখাধিকারসমুহ।
ধারা-২৮ ঃ সম্পত্তির অধিকার বিলুপ্তি বা জবর দখল।
ধারা-২৯ ঃ যে সকল ক্ষেত্রে তামাদী আইন প্রযোজ্য নয় ( ব্যতিক্রম)।
তামাদি আইনের অনুচ্ছেদ সমুহ
অনুচ্ছেদ আলোচ্য বিষয় সময় অনুচ্ছেদ আলোচ্য বিষয় সময়
অনুচ্ছেদ- ২ ক্ষতিপুরণের মামলা দায়ের ৯০ দিন অনুচ্ছেদ- ১২০ তামাদি সম্পর্কে এই অনুচ্ছেদে বিধান না থাকলে ৬ বছর
অনুচ্ছেদ-৩
স্থাবর সম্পত্তির দখল উদ্ধার ৬ মাস অনুচ্ছেদ- ১২৪ বংশগত দখল করিবার জন্য মামলার তামাদি কাল ১২ বছর
অনুচ্ছেদ- ৭ শ্রমিকের মুজুরী আদায় ৯০ দিন অনুচ্ছেদ- ১২৯ খোরপোষ লাভের অধিকার ঘোষণার জন্য হিন্দু কর্তৃক মামলা ১২ বছর
অনুচ্ছেদ- ৯ আবাসিক ব্যবস্থা/ভাড়া আদায় ১ বছর অনুচ্ছেদ- ১৩৮ ডিক্রি জারির মামলার তামাদি কাল ১২ বছর
অনুচ্ছেদ- ১০ অগ্রক্রয়ের অধিকার ১বছর অনুচ্ছেদ- ১৩৯ প্রজার নিকট থেকে জমির দখল পুনরুদ্ধার ১২ বছর
অনুচ্ছেদ- ১২ বিক্রয় রদের মামলা ১বছর অনুচ্ছেদ- ১৪২ স্থাবর সম্পত্তির স্বত্ত¡ ঘোষণার মামলা তামাদি কাল ১২ বছর
অনুচ্ছেদ- ১৬ চুক্কি প্রবলের মামলা তামাদি ১ বছর অনুচ্ছেদ- ১৪৪ জবর দখলকারী দখল স্বত্ত¡ অর্জন হয় ১২ বছর
অনুচ্ছেদ- ১৮ ক্ষতিপুরণ আদায়ের মামলা ১ বছর অনুচ্ছেদ- ১৪৫ বন্ধকী অস্থাবর সমাপত্তি পুনরুদ্ধার ৩০ বছর
অনুচ্ছেদ- ২৪ মানহানির জন্য ক্ষতিপূরণ ১ বছর অনুচ্ছেদ- ১৪৮ বন্ধকী স্থাবর সমাপত্তি পুনরুদ্ধার ৬০ বছর
অনুচ্ছেদ- ৩৭ রাস্তায়/জলপ্রবাহে বাধা দানের ফলে ক্ষতিপূরণ ৩ বছর অনুচ্ছেদ- ১৫০ মৃত্যুদন্ডাদেশের বিরুদ্ধে হইকোটে আপীল ৭ দিন
অনুচ্ছেদ- ৩৯ স্বাবর সম্পত্তিতে অনধিকারপ্রবেশের ফলে ক্ষতিপূরণ ৩বছর অনুচ্ছেদ- ১৫১ হাইকোর্ট কর্তৃক মূল দেওয়ানী এখতিয়ারে ডিক্রির বিরুদ্ধে মামলা ২০ বছর
অনুচ্ছেদ- ৪২ অন্যায়ভাবে নিষেধাঙ্গার দরুন ক্ষতিপূরণ ৩ বছর অনুচ্ছেদ- ১৫২ দেওয়ানী কার্যবিধি অনুসারে জেলা জজে আপীল ৩০ দিন
অনুচ্ছেদ- ৫৮ ধারের টাকা আদায়ের মামলা ৩ বছর আনুচ্ছেদ- ১৫৪ ফৌজদারী কার্যবিধি অনুসারে জেলা জজে আপীল ৩০ দিন
অনুচ্ছেদ- ৭৪ কিস্তি (ওহংঃধষসবঃ) টাকা আদায় ৩ বছর অনুচ্ছেদ- ১৫৫ জাবজ্জীবন কারাদন্ডের বিরুদ্ধে হাইকোর্টে আপীল ৬০ দিন
অনুচ্ছেদ- ৯১ দলিল করের মামলার তামাদি কাল ৩ বছর অনুচ্ছেদ- ১৫৬ ডিক্রি বা আদেশের বিরুদ্ধে হইকোর্ট আপীল ৯০ দিন
অনুতেচ্ছদ- ৯২ রেজিস্ট্রিকৃত দলিল জাল বলিয়া ঘোষণার জন্য মামলা ৩ বছর অনুচ্ছেদ- ১৫৭ ফৌজদারী কার্যবিধি অনুসারে খালাসের বিরুদ্ধে আপীল ৬ মাস
অনুচ্ছেদ- ৯৫ প্রতারনামুলক ডিক্রি রদের মামলা ৩ বছর অনুচ্ছেদ- ১৫৮ সালিসের রোয়েদাদ রদ বা পুনর্বিবেচনার জন্য দরখাস্ত ৩০ দিন
অনুচ্চেদ- ১০৩ মুয়াজ্জ্ব দেনমোহর পরিশোধের মামলা ৩ বছর অনুৃচ্ছেদ- ১৬৩ মামলার কারিজ আদেশ রদ করার জন্য দরখাস্ত ৩০ দিন
অনুচ্ছেদ ১০৪ মুয়াজ্জ্ব দেনমোহর পরিশোধের মামলা ৩০বছর অনুচ্ছেদ- ১৬৪ একতরফা ডিক্রি রদের জন্য আবেদন ৩০ দিন
অনুচ্ছেদ- ১১৩ সুনিদিষ্ট চুক্তি প্রবল/পালনের জন্য মামলা ১ বছর অনুচ্ছেদ- ১৬৬ ডিক্রি জারেিত বিক্রয় রদ করার জন্য দরখাস্ত ৩০ দিন
অনুচ্ছেদ-১১৪ চুক্তি প্রত্যাহার করণের জন্য মামলা ১বছর অনুচ্ছেদ- ১৬৮ খারিজ আপীল পুনরায় চালু করার জন্য দরখাস্ত ৩০ দিন
অনুচ্ছেদ- ১৬৬ লিখিত ও রেজিস্ট্রিকৃত চুক্তি ভঙ্গের ফলে ক্ষতিপূরণ ৬ মাস অনুচ্ছেদ- ১৭২ কোন মামলা বা আপীল খারিজের আদে রদ করার জন্য দরখাস্ত ৬০ দিন
অনুচ্ছেদ- ১৭৫ ডিত্রির অর্থ কিস্তিতেহ পরিশোধ ৬ মাস অনুচ্ছেদ- ১৭৬ দেওয়ানী কার্যবিধি অনুসারে মৃত বাদীর বৈধ প্রতিনিধির পক্ষভ‚ক্ত ৯০ দিন
অনুচ্ছেদ- ১৭৭ মৃত বিবাদীর বৈধ প্রতিনিধির পক্ষভ‚ক্ত ৯০ দিন অনুচ্ছেদ- ১৭৯ ডিক্রির বিরুদ্ধেআপীল অনুমোতি চেয়ে সুিিপ্রমকোর্টে দরখাস্ত ৯০ দিন