The Limitation Act,1908 ( তামাদি আইন ১৯০৮ )

 

#1. কোনটি চুক্তি হইতে উদ্ভুত অধিকার নহে ?

#2. ক এর বয়স ১২ বছর । সে এক খন্ড জমির দখলে আছে । খ তাকে জোরপুর্বক বেদখল করল । বেদখলের দিন ক ছিলেন বৈধ অপারগ । ৬ বছর পর ক সাবালক হলে – উক্ত জমি উদ্ধারের মোকদ্দমা করতে কত দিনের মধ্যে মামলা করতে হবে ।

#3. Title may be acquired or dissolved –

#4. পক্ষভুক্তির অভাবে মামলা এবেট হলে প্রতিকার কি ।

#5. In which case limitation can not be condoned ?

#6. The extention of time granted by section 4 of Limitation Act can be combined by

#7. ক, খ , গ একটি জমির দখলে আছে । চ তাদের জোরপুর্বক বেদখল করল । বেদখলের দিন ক নাবালক , খ পাগল,ও গ জড়বুদ্ধি সম্পন্ন । এখানে ক, খ ও গ এর বিরুদ্ধে তামাদি গননার ফলাফল কি ।

#8. তামাদী আইনের প্রতারনার ফলাফল প্রযোজ্য নহে কোন ক্ষেত্রে ?

#9. ক ও খ কে গ স্থাবর সম্পত্তি হতে যেদিন বেদখল করা হল সেদিন ক এর বয়স ১৬ এবং খ এর বয়স ১৭ বছর । ক ও খ কে গ স্থাবর সম্পত্তি দখল উদ্ধারের মামলা করতে পারবে কত দিনের মধ্যে –

#10. স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করিতে হয় কত বছরের মধ্যে –

#11. ক ১৭ বছর বয়সে একটি মোকদ্দমা দায়ের করতে অধিকার অর্জন করে । ক যে দিন মোকদ্দমা করার অধিকারী হন, সেদিন বৈধ অপারগতার জন্য তামাদি গননা বন্ধ ছিল । নিচের কোনটি সঠিক নয়- ।

#12. Section 3 of Limitation Act does not applies

#13. সুখাধিকার অর্জনের মোকাদ্দমা কত বছর ?

#14. Under sectio 2(1) of limitation act suit includes

#15. আপিল খারিজ রদের দরখাস্ত

#16. ডিক্রীজারিতে বিক্রয় রদের দরখাস্ত

#17. The provisions of section 3 of Limitation Act are-

#18. Delay in filling suit can be condoned –

#19. অন্যায়ভাবে নিষেধাজ্ঞার ক্ষেত্রে ক্ষতিপুরনের মামলা তামাদি কাল ( ৪২ অনু) –

#20. দলিল রদের মামলা করিতে হয় কত বছরের মধ্যে –

#21. তামাদী আইনের ৩ ধারার ব্যতিক্রম কি ?

#22. কত ধারায় বিচারের অধিকার বহির্ভুত আদালতে এখতিয়ার সম্পন্ন কার্যধারার ক্ষেত্রে অব্যহতি পাওয়া যায় ?

#23. খালাশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ কত দিনের মধ্যে আপিল করিতে পারে ?

#24. Section 4 of Limitation Act applies where the case is governed by –

#25. কোন ধরনের মামলার ক্ষেত্রে তামাদি আইনের প্রয়োজন নাই ?

#26. ক এক খন্ড জমির দখলের অধিকারী । ক যে দিন উক্ত জমির বিষয়ে মোকদ্দমা দায়েরে অধিকার অর্জন করে সেদিন ক এর বয়স ৬ বছর বা বৈধ অপারগতা দ্বারা আক্রান্ত । ক এর অপারগতা আকসান হতে ১ ২ বছর সময় অতিবাহিত হয় । ১২ বছর পর থেকে ক এর উক্ত মোকদ্দমা দায়েরে তামদি মেয়াদ গননার ফলাফল কি ।

#27. কর্জের টাকা আদায়ের মামলা যে ক্ষেত্রে কজগ্রহীতা টাকার স্থলে চেক দয়াছেন ?

#28. Condonation of delay is dealt under –

#29. মৃতের ওয়ারেশকাম বিষয়ে তামাদির বিধান – তামাদি আইনের কোন অনুচ্ছেদে বলা হইয়াছে ?

#30. বংশগত পদ দখল করিবার নিমিত্তে মামলা কত বছরের মধে মধ্যে করিতে হয় ?

#31. তামাদ আইনের কোন ধারায় যৌথ অধিকারের কথা বলা হইয়াছে ?

#32. ক ও খ কে গ স্থাবর সম্পত্তি হতে যেদিন বেদখল করা হল সেদিন ক এর বয়স ১৭ এবং খ এর বয়স ১৮ বছর । ক ও খ , গ্ এর বিরুদ্ধে উক্ত সম্পত্তি দখল উদ্ধারের মামলা করতে পারবে কত দিনের মধ্যে –

#33. এক তরফা ডিক্রী রদের দরখাস্ত

#34. ক, খ , গ একটি জমির দখলে আছে । চ তাদের বেদখর করল । বেদখলের দিন ক নাবালক , খ পাগল, গ সাবালক এবং সুস্থ । এখানে ক, খ ও গ এর বিরুদ্ধে তামাদি গননার ফলাফল কি ।

#35. ক এক খন্ড জমির মালিক । ক এর বয়স ১৭ বছর । ক এর জমির পাশে খ এর এক খন্ড জমি আছে । খ উক্ত জমি গ এর নিকট বিক্রী করেন । ক এর মামলা দাখিলে তামাদি মেয়াদ গননা দ্বারা বারিত হবে কি না ?

#36. প্রতরনার ক্ষেত্রে প্রতারিত ব্যাক্তির জন্য তামাদি মেয়াদ –

#37. অগ্রক্রয়ের মামলা কোন ক্ষেত্রে প্রযোজ্য নয় ?

#38. Section 3 of Limitation Act is not binding upon-

#39. মোকদ্দমা বলিতে বুঝায় না –

#40. মামলা করিবার আইনগত যোগ্যতা বলিতে নিম্মের কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য ?

#41. চুক্তি রদের মামলা করিতে হয় কত দিনের মধ্যে-

#42. ক যখনেএকটি স্বত্বের মামলা দায়েরের অধিকারী হয় তখন নাবালোক ছিল ।ইহার ১১ বছর পর সে সাবালোক হয় । ক সাবালোক হওয়ার কত বছর পর মামলা দায়ের করতে পারবে ।

#43. তামাদি মেয়াদন্তে মুল মোকদ্দমা দায়ের করা যাবে ,যদি –

#44. Limitation under section 5 may be allowed —

#45. Section 3 of Limitation Act is applicable to the period of limitation prescribed by any

Previous
Finish

Results

HD Quiz powered by harmonic design

তামাদী আইন ,১৯০৮


তামাদি আইন- ১৯০৮। এটি ১৯০৮ সালের ৯ নং আইন। তামাদি শব্দটি আরটি আরবী শব্দযার অর্থ সর্বোচ্ছ সময়। এর আভিধানিক অর্থ বিলুপ্ত হওয়া বা বাধাপ্রাপ্ত হওয়া। তামাদি আইন দ্বারা ফৌজদারী মামলা বাধাপ্রাপ্ত হয় না। তামাদি সময় গ্রেগ্রিয়ান ক্যালেন্ডার বা ইংরেজী ক্যালেন্ডার অনুসারে গণনা করা হয়। প্রকাশকাল ৭ আগন্ট ১৯০৮। কার্যকর ১ জানুয়ারী ১৯০৯ সাল। সর্বপ্রথম কোডিফাইড হয় ১৮৫৯ সালে। এতে ধারা আছে ৩২ টি, অনুচ্ছেদ আছে ১৮৩ টি, অধ্যায় আছে ৫টি, খন্ড/ভাগ আছে ৩টি, এবং তফসিল এছ ১টি। ১ম ভাগে মামলা দায়ের, ২য় ভাগে আপীল এবং ৩য় ভাগে দরখাস্ত সম্পর্কে বলা হয়েছে। প্রথম তফসিলে ১৮৩টি অনুচ্ছেদ আছে। এটি একটি বিধিবদ্ধ আইন বা পদ্ধতিগত আইন। সর্বশেষ সংশোধন হয় ৭ডিসেম্বর, ২০০৪ সাল ২৮ নং আইন দ্বারা। সংশোধনীর বিষয় ছিল ১১৩ এবং ১১৪ অনুচ্ছেদের তামাদি সময় ৩ বছর থেকে কমিয়ে ১ বছর করা হয়।অধ্যায় অনুসারে তামাদি আইন

তামাদি আইনের গুরুত্বপূর্ণ ধারা সমুহ:
ধারা- ২ সংগাঃ দরখাস্তকারী, মুচলেকা, ব্যবহারস্বত্ব, অঙ্গীকারপত্র, আছি। ধারা- ১৪ এখতিয়ার বিহনি আদালতে দায়েরকৃত মামলার সময় বাদ যাবে।
ধারা- ৩ তামাদির মেয়াদ অন্তে দায়েরকৃত মামলা খারিজ ধারা-১৫ কার্যক্রম স্থগিত থাকাকালীন সময় বাদ যাবে
ধারা- ৪ আদালতে বাদ্ধ থাকলে তামাদি গণনা বদ্ধ খাববে ধারা- ১৬ ডিক্রি জারির বিক্রয় রদ করিবার সময় বাদ যাবে
ধারা- ৫ ক্ষেত্র বিশেসে তামাতি মেয়াদ বৃদ্ধিকরণ ধারা- ১৮ প্রতারনার ফলাফল
ধারা- ৬ বৈধ অপারগতা (তামদি মেয়াদ গণনা বদ্ধ থাকা) ধারা- ১৯ লিখিত প্রাপ্তি স্বীকারের ফলাফল
ধারা- ৭ যৌথ অধিকার ধারা- ২১ অক্ষম ব্যক্তির প্রতিনিধি
ধারা- ৮ বিশেষ ব্যতিক্রম ধারা- ২২ নতুন বাদী বা বিাবদী ভ‚ক্ত কার
ধারা- ৯ সময়ের আবিরাম চলন ধারা- ২৩ অবিরাম চুযক্তিভঙ্গ
ধারা- ১২ আমাদি নির্ধারিত সময় রক্ষা করে ধারা- ২৬ সুকাধিকার অর্জন (২০বছর )
ধারা- ১৩ বাংলদেশ হইতে বিবাদীর অনুপস্থিতকালীন সময় বাদ যায় ধারা- ২৮ ইজমেন্ট রাইট বা জবর দখল বা বিরুদ্ধ দখল (১২ বছর)

ধারা-১৪ ঃ সরল বিশ^াসে ভুল আদালতে মামলা দাখিলের ক্ষেত্রে যে সময় নষ্ট হবে সে পরিমান সময় গননা হতে বাদ যাবে।
ধারা-১৫ ঃ মোকদ্দমা স্থগিতকালীন যে পরিমান সময় গননা হতে বাদ যাবে।
ধারা-১৭ ঃ মামলা করার অধিকার অর্জনের পুর্বে মৃত্যুর ফলাফল।
ধারা-১৮ ঃ প্রতারনার ফলাফল।
ধারা-১৯ ঃ প্রাপ্তি স্বীকারের ফলাফল।
ধারা-২০ ঃ দায় পরিশোধের ফলাফল।
ধারা-২৩ ঃ অবিরাম চুক্তিভংগ বা অন্যায় করার ফলাফল।
ধারা-২৫ ঃ তামাদী গননার পজ্ঞিকা।
ধারা-২৬ ঃ সখাধিকারসমুহ।
ধারা-২৮ ঃ সম্পত্তির অধিকার বিলুপ্তি বা জবর দখল।
ধারা-২৯ ঃ যে সকল ক্ষেত্রে তামাদী আইন প্রযোজ্য নয় ( ব্যতিক্রম)।

তামাদি আইনের অনুচ্ছেদ সমুহ
অনুচ্ছেদ আলোচ্য বিষয় সময় অনুচ্ছেদ আলোচ্য বিষয় সময়
অনুচ্ছেদ- ২ ক্ষতিপুরণের মামলা দায়ের ৯০ দিন অনুচ্ছেদ- ১২০ তামাদি সম্পর্কে এই অনুচ্ছেদে বিধান না থাকলে ৬ বছর
অনুচ্ছেদ-৩
স্থাবর সম্পত্তির দখল উদ্ধার ৬ মাস অনুচ্ছেদ- ১২৪ বংশগত দখল করিবার জন্য মামলার তামাদি কাল ১২ বছর
অনুচ্ছেদ- ৭ শ্রমিকের মুজুরী আদায় ৯০ দিন অনুচ্ছেদ- ১২৯ খোরপোষ লাভের অধিকার ঘোষণার জন্য হিন্দু কর্তৃক মামলা ১২ বছর
অনুচ্ছেদ- ৯ আবাসিক ব্যবস্থা/ভাড়া আদায় ১ বছর অনুচ্ছেদ- ১৩৮ ডিক্রি জারির মামলার তামাদি কাল ১২ বছর
অনুচ্ছেদ- ১০ অগ্রক্রয়ের অধিকার ১বছর অনুচ্ছেদ- ১৩৯ প্রজার নিকট থেকে জমির দখল পুনরুদ্ধার ১২ বছর
অনুচ্ছেদ- ১২ বিক্রয় রদের মামলা ১বছর অনুচ্ছেদ- ১৪২ স্থাবর সম্পত্তির স্বত্ত¡ ঘোষণার মামলা তামাদি কাল ১২ বছর
অনুচ্ছেদ- ১৬ চুক্কি প্রবলের মামলা তামাদি ১ বছর অনুচ্ছেদ- ১৪৪ জবর দখলকারী দখল স্বত্ত¡ অর্জন হয় ১২ বছর
অনুচ্ছেদ- ১৮ ক্ষতিপুরণ আদায়ের মামলা ১ বছর অনুচ্ছেদ- ১৪৫ বন্ধকী অস্থাবর সমাপত্তি পুনরুদ্ধার ৩০ বছর
অনুচ্ছেদ- ২৪ মানহানির জন্য ক্ষতিপূরণ ১ বছর অনুচ্ছেদ- ১৪৮ বন্ধকী স্থাবর সমাপত্তি পুনরুদ্ধার ৬০ বছর
অনুচ্ছেদ- ৩৭ রাস্তায়/জলপ্রবাহে বাধা দানের ফলে ক্ষতিপূরণ ৩ বছর অনুচ্ছেদ- ১৫০ মৃত্যুদন্ডাদেশের বিরুদ্ধে হইকোটে আপীল ৭ দিন
অনুচ্ছেদ- ৩৯ স্বাবর সম্পত্তিতে অনধিকারপ্রবেশের ফলে ক্ষতিপূরণ ৩বছর অনুচ্ছেদ- ১৫১ হাইকোর্ট কর্তৃক মূল দেওয়ানী এখতিয়ারে ডিক্রির বিরুদ্ধে মামলা ২০ বছর
অনুচ্ছেদ- ৪২ অন্যায়ভাবে নিষেধাঙ্গার দরুন ক্ষতিপূরণ ৩ বছর অনুচ্ছেদ- ১৫২ দেওয়ানী কার্যবিধি অনুসারে জেলা জজে আপীল ৩০ দিন
অনুচ্ছেদ- ৫৮ ধারের টাকা আদায়ের মামলা ৩ বছর আনুচ্ছেদ- ১৫৪ ফৌজদারী কার্যবিধি অনুসারে জেলা জজে আপীল ৩০ দিন
অনুচ্ছেদ- ৭৪ কিস্তি (ওহংঃধষসবঃ) টাকা আদায় ৩ বছর অনুচ্ছেদ- ১৫৫ জাবজ্জীবন কারাদন্ডের বিরুদ্ধে হাইকোর্টে আপীল ৬০ দিন
অনুচ্ছেদ- ৯১ দলিল করের মামলার তামাদি কাল ৩ বছর অনুচ্ছেদ- ১৫৬ ডিক্রি বা আদেশের বিরুদ্ধে হইকোর্ট আপীল ৯০ দিন
অনুতেচ্ছদ- ৯২ রেজিস্ট্রিকৃত দলিল জাল বলিয়া ঘোষণার জন্য মামলা ৩ বছর অনুচ্ছেদ- ১৫৭ ফৌজদারী কার্যবিধি অনুসারে খালাসের বিরুদ্ধে আপীল ৬ মাস
অনুচ্ছেদ- ৯৫ প্রতারনামুলক ডিক্রি রদের মামলা ৩ বছর অনুচ্ছেদ- ১৫৮ সালিসের রোয়েদাদ রদ বা পুনর্বিবেচনার জন্য দরখাস্ত ৩০ দিন
অনুচ্চেদ- ১০৩ মুয়াজ্জ্ব দেনমোহর পরিশোধের মামলা ৩ বছর অনুৃচ্ছেদ- ১৬৩ মামলার কারিজ আদেশ রদ করার জন্য দরখাস্ত ৩০ দিন
অনুচ্ছেদ ১০৪ মুয়াজ্জ্ব দেনমোহর পরিশোধের মামলা ৩০বছর অনুচ্ছেদ- ১৬৪ একতরফা ডিক্রি রদের জন্য আবেদন ৩০ দিন
অনুচ্ছেদ- ১১৩ সুনিদিষ্ট চুক্তি প্রবল/পালনের জন্য মামলা ১ বছর অনুচ্ছেদ- ১৬৬ ডিক্রি জারেিত বিক্রয় রদ করার জন্য দরখাস্ত ৩০ দিন
অনুচ্ছেদ-১১৪ চুক্তি প্রত্যাহার করণের জন্য মামলা ১বছর অনুচ্ছেদ- ১৬৮ খারিজ আপীল পুনরায় চালু করার জন্য দরখাস্ত ৩০ দিন
অনুচ্ছেদ- ১৬৬ লিখিত ও রেজিস্ট্রিকৃত চুক্তি ভঙ্গের ফলে ক্ষতিপূরণ ৬ মাস অনুচ্ছেদ- ১৭২ কোন মামলা বা আপীল খারিজের আদে রদ করার জন্য দরখাস্ত ৬০ দিন
অনুচ্ছেদ- ১৭৫ ডিত্রির অর্থ কিস্তিতেহ পরিশোধ ৬ মাস অনুচ্ছেদ- ১৭৬ দেওয়ানী কার্যবিধি অনুসারে মৃত বাদীর বৈধ প্রতিনিধির পক্ষভ‚ক্ত ৯০ দিন
অনুচ্ছেদ- ১৭৭ মৃত বিবাদীর বৈধ প্রতিনিধির পক্ষভ‚ক্ত ৯০ দিন অনুচ্ছেদ- ১৭৯ ডিক্রির বিরুদ্ধেআপীল অনুমোতি চেয়ে সুিিপ্রমকোর্টে দরখাস্ত ৯০ দিন