#1. রনেশের সংগ্রহ জয়নাল আবেদীনের একটি ছবি আছে, যাহা সে বিক্রয়ের জন্য জামালের সাথে চুক্তিবদ্ধ হয়। জামাল রনেশের বিরুদ্ধে কি মোকদ্দমা দায়ের করিতে পারেন?
#2. ক একখন্ড জমির মালিক । কিন্তু জরিপ কর্মকর্তা দের ভুলে ঐ জমি খ এর নামে রেকর্ড হয়েছে এবং সে সুযোগে খ ঐ জমি থেকে ক – কে বেদখল করে । ক এর প্রতিকার কি ?
#3. Section 31 fixes the time limit for discovery of mistake or fraud to be-
#4. Suit for Title Declaration মোকদ্দমায় কোট ফি কত ?
#5. নিরোধক প্রতিকার কিভাবে মঞ্জুর করা হয়?
#6. একটি নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষায় উত্তীর্ন হয়ে ভাইভা দিয়ে নিয়োগ না পেলেন না । নিয়োগ পাওয়ার অধিকারী মর্মে ঘোষনার মোকদ্দমার ফলাফল কি ?
#7. ক একটি জমির জিম্মাদার এবং উক্ত জমি ৭ বছরের জন্য ইজারা দেয়ার অধিকার তার আছে । খ এর সাথে সে উক্ত জমি ৭ বছরের জন্য ইজারা প্রদান করার চুক্তি করে এবং সেই সাথে এই সময়কালের শেষে ইজারা বর্ধিত করার অংগীকারও করেন ।
#8. এস আর এ্যাক্ট কি আইন ?
#9. ক , খ ও তার সন্তানগনের নামে একটি সম্পত্তি নামজারী করে । ক তারপর উক্ত সম্পত্তি গ এর নিকট বিক্রয় করতে চুক্তিবদ্ধ হয় । খ বিক্রয় থেকে বিরত রাখার জন্য নিম্ম লিকিত কোন ধরনের মোকদ্দমা দায়ের করতে পারে ?
#11. সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারার মোকদ্দমা প্রতিবন্ধকতা সৃষ্টি করিবে না-
#12. খ কর্তক প্রদত্ত টাকার বিনিময়ে ক, খ এর সাথে এই মর্মে চুক্তি করে যে ক , খ কে সারাজীবনের জন্য বৃত্তি প্রদান করে । চুক্তির পরের দিন খ ঘোড়ার উপর থেকে পড়ে মারা যায় । ক এর প্রতিকার কি ?
#13. Specific Relief Act can be granted for-
#14. এ , বি এর সাথে চুক্তি করেন যে এ বারো মাস বি এর থিয়েটারে গান করবেন এবং এ উক্ত সময়ে অন্য কোথাও গান করবেন না । এ চুক্তি পালন করতে অস্বীকার করে । বি এর প্রতিকার কি ?
#15. সুনিদিষ্ট প্রতিকার আইনের ৮ ধারার মোকদ্দমায় কোনটি প্রমান করিতে হইবে?
#16. ১লা জুলাই,২০০৪ সালের একটি রেজিস্ট্রিকৃত চুক্তির অনুবলে সুনিদিষ্টভাবে চুক্তিবলবতের জন্য মামলা করার েক্ষেত্রে বাদীকে আরজির সাথে দেয়ার প্রয়োজন ছিল-
#17. অধীনস্থ নহে এমন আদালতের কার্যধারা স্থগিত রাখার জন্য প্রার্থিত নিষেধাজ্ঞার আবেদনের ক্ষেত্রে, আদালত-
#18. কোনটি নিরোধক প্রতিকার নয় ?
#19. ক বৈধ ভাবে একটি জমির দখলে আছে । পাশ্ববতী গ্রামের অধিবাসী উক্ত জমির মাঝখানে দিয়ে যাতায়তের অধিকার দাবী করে । ক এর প্রতিকার কি ?
#20. চুক্তির সুনির্দিষ্ট কার্যসম্পাদন কোন ব্যক্তির পক্ষে করা যায় না?
#21. A deed can be rectified only by the-
#22. Specific Relief Act falls in to category-
#23. How many relief in Specific Relief Act ,1877
#24. The specific performance of a part of contract can be granted —
#25. কোন ধরণের মোকদ্দমায় অ্যাডভেলর্যাম কোর্ট ফিসের অর্ধেফি দিতেহ হয়?
#26. To maintain suit under section 9 of Specific Relief Act ,the possession must be-
#27. Burden to prove adverse possession by
#28. K তার একখন্ড জমি ৮ লক্ষ টাকায় L এর নিকট বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয় । L চুক্তিমুলে ঐ জমির দখল পায় । পরবর্তীতে K তা ১২ লক্ষ টাকায় M এর নিকট বিক্রী করে দেয় । জমিতে K এর স্বার্থ সম্পর্কে M কোন খোজ খবর নেয় নি । এমতাবস্তায় L,M এর বিরুদ্ধে চুক্তিটি বলবত করতে পারবে কিনা ?
এস আর এ্যক্টের ২৭(খ) ধারার বিধান মতে চুক্তিটি বরবত করতে পারবে ।
#29. জনাব জামাল কে সরকারী ভুমি দেয়া হয়েছিল । জামালকে তার ম্মতি ছাড়া উক্ত ভুমি হতে বেদখল করা হল। সে সুনিদিষ্ট প্রতিকার আইনের ৯ ধারায় দখল উদ্ধারের জন্য সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করে । আদালত দেওয়ানী কার্যবিধির ৭ আদেশের ১১(ঘ) বিধির বিধান মোতাবেক মোকদ্দমা খারিজ করেন । এই ক্ষেত্রে আরজি প্রত্যাখানের আদেশ টি –
#30. X ১০ শতক জমিতে তার স্বত্ব ঘোষনার জন্য মামলা করে । সে অভিযোগ করে যে Y তঞ্চকতার দ্বারা অলিখিত স্টাস্প কাগজে তার সহি নেয় । এবং পরবর্তীতে Y ঐ ১০ শতক জমির একটি বিক্রয় দলিল তৈরী করে এবং তাকে (X) ১০ শতকের মধ্যে ৫ শতক হতে বেদখল করে । X- কে তার প্রার্থিত প্রতিকার দেয়া যেতে পারে কি না ?
#31. Contract for which is not enforceable through court –
#32. করিমের দখলে এক খন্ড পৈত্রিক জমি ছিল । সে তার প্রতিবেশী দ্বারা জমিটি হতে বেদখল হয় । কিন্তু প্রতিবেশী দাবী করে যে সে করিমের পিতার নিকট হতে খরিদ করেছে। করিমের ভাষ্য অনুযায়ী কবলাটি জাল । করিম খাস দখল উদ্ধার ছাড়াই জমিটিতে স্বত্ব ঘোষনার মামলা করে । মামলাটি রক্ষণীয় কি না ?
#33. Jurisdiction of court to enforce specific performance of contract is-
#34. নিরোধক প্রতিকার সংজ্ঞায়িত করা হইয়াছেছে-সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায়?